Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

মাল্টিভিটামিন

মাল্টিভিটামিন

ভিটামিন বি কমপ্লেক্স সিরাপের মধ্যে সবধরনের ভিটামিন বি থাকে। প্রতি ৫ মি.লি. এ থাকে থায়ামিন হাইড্রোক্লোরাইড (ভিটামিন বি১) রাইবোফ্লেভিন (ভিটামিন বি২) পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (ভিটামিন বি৬), সায়ানোকোবালামিন (ভিটামিন বি১২) ও নিয়াসিনামাইড।

যেক্ষেত্রে ব্যবহার করা হয়

গ্লসাইটিস (জিহবায় প্রদাহ), স্টোমাটাইটিস (মুখের অভ্যন্তরে প্রদাহ), চিলোসিস, বেরিবেরি বা পলিনিউরাইটিস জাতীয় সমস্যা যেগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে হয়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রে অ্যাপাথি বা অ্যানোরেক্সিয়া (ক্ষুধামন্দা) জাতীয় সমস্যাতেও ব্যবহার করা যাবে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাব তৈরি হতে পারে এমন ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন:

  • গর্ভাবস্থা ও শিশুকে বুকের দুধ পান করানোর সময়;
  • জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য;
  • রোগীকে যখন নিয়ন্ত্রিত খাদ্য তালিকা অনুসরণ করতে হয় তখন।

সতর্কতা

ভিটামিন বি কমপ্লেক্সের যে কোন একটি উপাদান কোন জানা অতিরিক্ত সংবেদনশীলতা (Hypersensitivity) থাকলে তা সেবন করা যাবে না।

গর্ভাবস্থা ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতা

অন্যান্য সকল ওষুধের মত গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভিটামিনসমূহ বুকের দুধের সাথে নিঃসৃত হয়। তাই বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধ সেবন করা ঠিক নয়।

যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

পাইরিডক্সিন লেভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয়।

ওষুধের সেবনবিধি ও মাত্রা

আপনার চিকিৎসক যেভাবে বলেছেন ঠিক সেভাবেই ভিটামিন বি কমপ্লেক্স সেবন করুন। আপনি নিশ্চিত না হলে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের শরণাপন্ন হন।

পূর্ণবয়স্ক বা বয়োবৃদ্ধ: ১-২ চা চামচ (৫ মিলি প্রতি চামচ) প্রতিদিন ৩ বার শিশু : ১ চা চামচ (৫ মিলি প্রতি চামচ) সিরাপ দিনে ৩ বার 

১ বছরের কম শিশু: ১ চা চামচ (৫ মিলি প্রতি চামচ) প্রতিদিন ১ বার।

যদি মাত্রাতিরিক্ত ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ সেবন করে ফেলেন তবে যা করা উচিত

দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

যদি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ সময়মত খেতে ভুলে যান তবে যা করণীয়

যদি আপনি সময়মত ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে সেবন করুন। যদি পরবর্তী ডোজ সেবনের সময় হয়ে যায় তবে যেটা বাদ পড়ে গেছে তা বাদ দিয়ে দিন। একসাথে দ্বিগুণ ওষুধ খেয়ে ভুল শুধরানোর দরকার নেই।

আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স সেবন করা বন্ধ করে দেন তবে

আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ সেবন বন্ধ করবেন না। শুধুমাত্র আপনার ভালো লাগছে বলে বা সমস্যা বোধ করছেন না বলে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ সেবন করা বন্ধ করবেন না। কারণ আপনার সমস্যাটি আবার দেখা দিতে পারে বা আরো জটিল হয়ে উঠতে পারে। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের সহায়তা নিন।

পার্শ্ব-প্রতিক্রিয়া

সাধারণত তেমন কোন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয় না। যদি কোন পার্শ্ব-প্রতিক্রিয়া গুরুতর হয়ে উঠে বা বেশ কিছুদিন ধরে চলতে থাকে তবে অথবা সরবরাহকৃত লিফলেটে বর্ণিত পার্শ্ব-প্রতিক্রিয়া সমূহের বাইরে কোন সমস্যা দেখা দেয় তবে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

সংরক্ষণ

শুষ্ক ও শীতল স্থানে সংরক্ষণ করুন। সিরাপটি আলো থেকে দূরে সরিয়ে রাখা উচিত। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Scroll to Top