Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

সাপোজিটরি ও যোনীপথে প্রয়োগের ট্যাবলেট (Vaginal Pessaries) প্রয়োগের পদ্ধতি

সাপোজিটরি প্রয়োগের পদ্ধতি

  • পায়খানার রাস্তা বা পায়ুপথের চারপাশ পানি দিয়ে ধুয়ে নিন এবং শুকনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে শুকিয়ে নিন;
  • আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন;
  • সাপোজিটরিটি প্যাকেট থেকে বের করে নিন;
  • সাপোজিটরিটি হালকা গরম পানিতে ডুবিয়ে নিন। যাতে এটি একটু ভেজা ভেজা থাকে তাতে পায়ুপথে প্রবেশ করাতে সুবিধা হবে;
  • কিছুক্ষণ শুয়ে হাটু ভাজ করে বুকের কাছে নিয়ে আসুন;
  • ওষুধ প্রয়োগের পূর্বে পশ্চাৎদেশকে শিথিল করে দিন;
  • সাপোজিটরিটি হালকা চাপ দিয়ে যতটুকু সম্ভব পায়ুপথের ভিতরে প্রবেশ করিয়ে দিন;
  • আরো কয়েক মিনিট পশ্চাৎদেশ চেপে রেখে ঐ অবস্থায়ই শুয়ে থাকুন;
  • তারপর উঠে আপনার হাত ধুয়ে ফেলুন;
  • মনে রাখবেন, সাপোজিটরি প্রয়োগ করার পর ১ ঘণ্টা পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না;

যোনীপথে প্রয়োগের ট্যাবলেট (Vaginal Pessaries) প্রয়োগের পদ্ধতি

  • সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন;
  • যোনীপথে ব্যবহারের বড়িটি প্যাকেট থেকে বের করে অ্যাপ্লিকেটরের মাথায় চাপ দিয়ে লাগিয়ে নিন;
  • চিৎ হয়ে শুয়ে পড়ুন এবং হাটু ভাজ করে বুকের দিকে নিয়ে আসুন;
  • বড়িসহ অ্যাপ্লিকেটরটি যোনীপথে সহজে যতটুকু ঢোকে ততটুকু ঢুকান;
  • ধীরে ধীরে অপর প্রান্তের প্লাঞ্জার-এ চাপ দিলে বড়িটি যোনীর ভিতরে থেকে যাবে;
  • হালকাভাবে অ্যাপ্লিকেটরটি বের করে আনুন;
  • ওষুধ যাতে বের হয়ে না যায় সেজন্য একইভাবে কিছুক্ষণ শুয়ে থাকুন;
Scroll to Top