Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট/ প্রতিবেদন জরুরি কেন এবং ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার তথ্য জানানোর ক্ষেত্রে মডেল মেডিসিন শপের ভূমিকা

ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট/ প্রতিবেদন জরুরি কারন-

যে সকল ওষুধ অনুমোদিত হয়ে ব্যবহারের জন্য বাজারে এসেছে তাদের প্রত্যেকটি বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে জানানো হলে ওষুধ ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করা সম্ভব হবে। এ ধরনের প্রতিবেদন যেকোন নতুন ওষুধের গুরুতর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জানার কার্যকর ও সহজ প্রক্রিয়া। যা ঔষধ প্রশাসনের কর্মকর্তাগণ দ্রুত মুল্যায়ন করতে পারেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারেন। এ ধরনের বিরূপ প্রতিক্রিয়া বিষয়ক প্রতিবেদন ওষুধের নিরাপত্তার বিষয়ে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেয়। এ সকল প্রতিবেদনগুলো পর্যালোচনার মাধ্যমে ওষুধের ব্যবহার, বিজ্ঞাপন বা সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তনকে চিহ্নিত করা যেতে পারে। এমনকি প্রয়োজনে এধরনের ওষুধের ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে।

ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার তথ্য জানানোর ক্ষেত্রে মডেল মেডিসিন শপের ভূমিকাঃ

  • রোগী বা গ্রাহক/ রোগীর সেবাদানকারীদের ওষুধ সেবন ও সংরক্ষণের সঠিক নির্দেশনা দিন;
  • রোগী/ গ্রাহক বা সেবাদানকারী, সকলকেই জানিয়ে রাখুন যে কোন বিরুপ প্রতিক্রিযা দেখা দিলে যেন তাৎক্ষণিক তারা জানিয়ে দেন;
  • যে কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়ার রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পাঠান;
  • মহিলা রোগীকে জিজ্ঞাসা করুন, সে গর্ভবতী কিনা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন কি না যা ওষুধ প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে;
  • ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফরমে বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা রেকর্ড করা ও রিপোর্ট করা।
  • ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফরমে (ইয়েলো কার্ড) বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা রেকর্ড করা (ফর্মটি ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ওয়েবসাইট https://www.dgda.gov.bd/index.php/2013-03-31-04-35-57/adrm-reporting-form তে রয়েছে) এবং ঔষধ প্রশাসনের স্থানীয় প্রতিনিধির (Superintendent of Drugs/Inspector of Drug) নিকট ফরমটি (ইয়েলো কার্ড) পূরণ করে পাঠিয়ে দেওয়া।
Scroll to Top