Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

ধাপ-৫ঃ রোগী/গ্রাহককে ওষুধ বুঝিয়ে দিন এবং প্রয়োজনীয় পরামর্শ দিন

রোগী/গ্রাহকের জন্য নির্দেশনা

  • রোগীকে যে ওষুধটি ডিসপেন্স করা হয়েছে তার নাম বলুন;
  • ওষুধটি কি জন্য সেবন/ব্যবহার করতে হবে সে সম্পর্কে বলুন;
  • ওষুধটি কিভাবে সেবন/ব্যবহার করতে হবে বলুন;
  • এই ওষুধের সাথে অন্য কোন ওষুধ বা কোন খাদ্য গ্রহণ করলে কি সমস্যা হতে পারে তা বুঝিয়ে বলুন;
  • ওষুধ ব্যবহার/ সেবনের পর কবে থেকে শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় বা কখন সেবন/ব্যবহার বন্ধ করতে হবে তা বুঝিয়ে বলুন
  • ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোকপাত করুন এবং সমস্যা দেখা দিলে করণীয় সম্পর্কে বুঝিয়ে বলুন;
  • রোগী/গ্রাহক বা সেবাদানকারীদের সচেতন করুন যেন তারা একজনের নির্ধারিত ওষুধ অন্যকে না দেন;
  • রোগী বা গ্রাহককে ওষুধের কোর্স সম্পন্ন করার জন্য উৎসাহিত করুন;
  • প্রয়োজনবোধে রোগী/গ্রাহককে অবস্থা পর্যালোচনার জন্য পুনরায় আসতে বলুন;

রোগী/গ্রাহকের জন্য নির্দেশনার চেকলিস্ট (ডিসপেন্সারের ব্যবহারের জন্য)

নির্দেশনা

যুক্তিসহ ব্যাখ্যা

ওষুধের নাম

  • যে সকল রোগী দীর্ঘ মেয়াদী অসুস্থতার মধ্যে আছেন তাদের ওষুধের নাম জানা উচিত।
  • যদি কখনো ব্যবস্থাপত্র হারিয়ে ফেলেন বা অতিরিক্ত ওষুধ সেবন করে ফেলেন সেক্ষেত্রে এটি সহায়তা করবে।

ওষুধ সেবন/ব্যবহার

  • এটি জানা থাকলে তা রোগীকে নিয়মিত ওষুধ সেবনে/ব্যবহারে উদ্বুদ্ধ করবে
  • এটি একধরনের সচেতনতা তৈরি করে এবং ওষুধ সেবনে/ব্যবহারে ভুল করা কমায়।

ওষুধ কিভাবে সেবন/ব্যবহার করতে হবে

  • ওষুধের  সঠিক  সেবনবিধি/ব্যবহারবিধি  দ্রæত রোগ  সারাতে  সাহায্য  করবে  এবং কার্যকারিতা বৃদ্ধি করবে।
  • ওষুধের অকার্যকর হয়ে যাওয়া প্রতিহত করবে।
  • ওষুধের বিরুপ প্রতিক্রিয়া কমায়।

চিকিৎসার সময়সীমা এবং কখন/কবে রোগী/ গ্রাহকের অবস্থার উন্নয়ন আশা করা যায়

  • রোগী/গ্রাহককে ওষুধ সেবন/ব্যবহারে উদবুদ্ধ করে।
  • রোগী/গ্রাহকের অবস্থার উন্নয়ন হয়।
  • কখন/কবে  চিকিৎসা বন্ধ করতে হবে রোগী/গ্রাহককে জানতে সহায়তা করে।

রোগীকে ওষুধের পুরো কোর্স সম্পন্ন করার উপদেশ দিন

  • রোগী/গ্রাহককে নির্দেশনা মেনে চলতে ও ওষুধ সেবনে/ব্যবহারে ভুল না করতে সাহায্য করবে।
  • রোগী/গ্রাহককে অবস্থার উন্নতি নিশ্চিত করে যেমন- দ্রæত সেরে উঠতে সাহায্য করবে।
  • রোগের পুনরায় আক্রমন/আক্রান্ত হওয়া প্রতিরোধ করে।

অবস্থা পর্যালোচনা করার জন্য প্রয়োজনে রোগীকে আবার আসতে বলুন

  • রোগীর অবস্থার পর্যালোচনা করতে সহায়তা করে ।
  • কোন ওষুধটি সঠিকভবে কাজ করছে তা ডাক্তারকে জানাতে সাহায্য করে।
  • রোগীর ভালো হওয়া মেডিসিন শপের কর্মী/ডাক্তারকে উৎসাহিত করে।
Scroll to Top