About Lesson
হাসপাতাল ও খুচরা/কমিউনিটি ফার্মেসিগুলোর পরিচ্ছন্নতা চর্চা
নিন্মোক্ত উপাদানগুলো দিয়ে হাসপাতাল ও খুচরা ফার্মেসিগুলো জীবাণুমুক্ত করা যায়ঃ
- সোডিয়াম হাইপোক্লোরাইট ০.৫%
- এ্যালকোহল (যেমন-আইসোপ্রোপাইল এ্যালকোহল ৭০% বা ইথাইল এলকোহল ৭০%) ব্যবহার করা যেতে পারে যেখানে ব্লিচিং জাতীয় পদার্থ ব্যবহার করা যায় না। যেমন-ধাতব পদার্থ