Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

৮. মডেল মেডিসিন শপে অনুমোদিত পণ্যাদি ও সেবাসমূহ

৮.১ প্রেসক্রিপশন ছাড়া কোনভাবেই বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ (Prescription-only medicine)

মডেল মেডিসিন শপ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ও অনুমোদিত Prescription-only medicine- এর মধ্যে নির্দিষ্ট কিছু ওষুধ এবং সিডিউল-সি (Schedule-C) ভুক্ত ওষুধ ছাড়া অন্যান্য সকল Prescription-only medicine মজুদ ও বিক্রি করার অনুমতি পাবে। এছাড়া ডিসপেন্সারের সীমিত জ্ঞানের কারণে মডেল মেডিসিন শপকে ক্যান্সার, যক্ষা, লেপরোসি, কালাজ¦র সহ উচ্চ মাত্রার (High Potency) কিছু ওষুধ মজুদ ও বিক্রি করার অনুমতি প্রদান করা হবে না। এছাড়াও ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় বা বাতিলকৃত কোন ওষুধ মডেল মেডিসিন শপে মজুদ ও বিক্রি করা যাবে না।

৮.২ প্রেসক্রিপশন ছাড়া সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ (Over-the-Counter (OTC)/Non-Prescription Medicines)

মডেল মেডিসিন শপ থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ও অনুমোদিত প্রেসপিশন ছাড়াই সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ বা Over-the-Counter (OTC)/Non-Prescription Medicines মজুদ ও বিক্রি কর যাবে।

৮.৩ চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি (Medical Devices & Supplies)

  • ওষুধ ছাড়াও মডেল মেডিসিন শপ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি (Medical Devices & Supplies) মজুদ রাখতে ও বিক্রি করার অনুমতি পাবে যদি ওষুধ প্রশাসন অধিদপ্তর নির্দেশিত গুণগত মানের সকল নির্দেশক পূরণ করতে পারে;
  • সকল চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি থেরাপিউটিক পণ্য থেকে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং ‘চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি’ লেবেল লাগাতে হবে।

৮.৪ নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি

  • মডেল মেডিসিন শপ প্রসাধনী ও অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়নের পণ্যাদি মজুদ ও বিক্রি করার অনুমোদন পাবে;
  • সকল নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি থেরাপিউটিক পণ্য হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং ‘নন- ফার্মাসিউটিক্যাল পণ্য’ লেবেল লাগাতে হবে;
  • ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্যাদি (যেমন-আয়ুর্বেদিক, ইউনানী বা বায়োকেমিক) মজুদ ও বিক্রি করতে পারবে তবে সেগুলো অন্যান্য পণ্যাদি হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং ‘প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্য’ লেবেল লাগাতে হবে।

৮.৫ অন্যান্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা

  • মডেল মেডিসিন শপে ডিসপেন্সারগণ রক্তচাপ মাপা, ডায়াবেটিক রোগীর রক্তে শর্করার পরিমাণ দেখা, শরীরের তাপমাত্রা দেখা, ওজন মাপা, নেবুলাইজ করা, র‌্যাপিড টেস্ট কিটের সাহায্যে ম্যালেরিয়া ও গর্ভধারণের দ্রুত পরীক্ষা করা বা করার ব্যবস্থা করা এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর ও উপযুক্ত সংস্থার অনুমতিক্রমে অন্যান্য পরীক্ষা করতে পারবে (যদি তা বাংলাদেশের আইনী কাঠামোর মধ্যে পড়ে);
  • মডেল মেডিসিন শপে ডিসপেন্সারগণ উপরে উল্লেখিত সেবাসমূহ দেয়া ব্যতীত অন্য কোন চিকিৎসা/রোগ নির্ণায়ক পরীক্ষা করতে পারবে না এমনকি তারা ইনজেকশনও দিতে পারবেন না, যদি না তিনি উক্ত কাজের জন্য আইনগত অনুমতিপত্র দেখাতে পারেন;
  • মডেল মেডিসিন শপে কোন চিকিৎসক বসা/থাকা ও ল্যাবরেটরি সেবা দেয়ার ব্যবস্থা থাকা অনুমোদিত নয়।
Scroll to Top