About Lesson
রোগীকে/ গ্রাহককে ওষুধ সম্পর্কে কাউন্সিলিং
রোগী/গ্রাহককে ওষুধ বুঝিয়ে দেওয়া ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানঃ
১। ওষুধ অবশ্যই রোগী বা তার মনোনীত ব্যাক্তিকে উপযুক্ত পরামর্শ ও সঠিক নির্দেশনা সহ প্রদান করুন
২। ওষুধ প্রয়োগের সর্বাধিক ফলাফল পেতে ওষুধের মাত্রা, কত সময় পর পর গ্রহণ করতে হবে, কতদিন ধরে গ্রহণ করতে হবে, কোন পথে গ্রহণ করতে হবে; এসব ছাড়াও আরো বিশেষ কিছু উপদেশ প্রদান করুন। যেমনঃ
- কখন ওষুধ টি গ্রহণ করতে হবে; বিশেষ করে সাথে অন্য কি ওষুধ খাচ্ছে বা কি ধরনের খাবার খাচ্ছে
- কেমন ভাবে ওষুধটি গ্রহণ করছে; যেমন—চুষে, গিলে বা পর্যাপ্ত পরমিাণে পানির সাথে