About Lesson
ডিজইনফেকশন বা জীবাণুমুক্ত করণ ও ডিকন্টামিনেশন বা সংক্রমণ মুক্তকরণ
ডিজইনফেকশন বা জীবাণুমুক্তকরণঃ
বাতাস, কোন জিনিস ও টেবিলের ওপর বা মেঝে থেকে জীবাণু দূর করা
ডিকন্টামিনেশন বা সংক্রমণ মুক্তকরণঃ
এটি একটা পদ্ধতি যার মাধ্যমে বাতাস, কোন জিনিসের, টেবিল বা মেঝের ওপর থেকে রোগ সৃষ্টিকারি জীবাণু মেরে ফেলা বা ধ্বংস করে ফেলা।