Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ

  • জেনিটোইউরিনারি সিস্টেম বা ইউরোজেনিটাল সিস্টেম হচ্ছে প্রজনেনর অঙ্গসমূহ ও মূত্রতন্ত্রের অঙ্গব্যবস্থা;
  • এরা একে অপরের কাছাকাছি, একই এমব্রায়োলজিক্যাল অরিজিন এবং পুরুষের ইউরেথ্রার মতো একইভাবে ব্যবহার করে বলে এদেরকে একদলে রাখা হয়েছে;
  • জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ প্রজনন অঙ্গ ও মূত্রতন্ত্রের সমস্যাসমূহ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়;
  • তাদের মধ্যে রয়েছে বøাডার স্পাজম, ইউরিনারি ঢ়ঐ মডিফায়ার, পুরুষের ইরেক্টাইল ডিসফাংশান, প্রিটার্ম লেবার ঠেকাতে ইউটেরাইন কনট্রাকশন কমানো, যেমন-অক্সিটোসিন, অ্যালপ্রস্টাডাইল।

ইরেক্টাইল ডিসফাংশান চিকিৎসার ওষুধ

পুরুষত্বহীনতার ওষুধ, ইরেক্টাইল ডিসফাংশানের চিকিৎসা করে ও পুরুষকে যৌনমিলনে সক্ষম করে। সাধারণত: এরা ভ্যাসোডাইলেটেশন করে পেনিসে রক্তের প্রবাহ বাড়ায় ও ইরেকশন করে

উদাহরণ: সিলডেনাফিল, এলপ্রোসটাডিল, ভার্ডেনাফিল, টাডালাফিল ইত্যাদি)

টোকোলাইটিক এজেন্ট

এগুলো ইউটেরাইন কনট্রাকশন কমায় ও প্রিটার্ম লেবার ঠেকায়। এরা প্রসবে দেরী করায় ও ফিটাল গ্রোথের সময় দেয় এবং ফুসফুস পরিনত হয়। প্রিটার্ম লেবারে আগে-ভাগে দিলে সবচেয়ে কার্যকরী হয়।

ইউরিনারি এন্টিস্পাজমোডিকস

এগুলো এন্টিকলিনার্জিক এজেন্ট যেগুলো ইনভলান্টারী ডেট্রুসর কনট্রাকশন কমায়

ইউটেরোটনিক এজেন্ট

প্রসব করাতে ও নির্বাচিত গর্ভপাত ঘটাতে এই ওষুধ ব্যবহার করা হয়। এগুলো শিশু জন্মের সময় রক্তক্ষরণ কমায় এবং পোস্টপার্টাম হেমোরেজ প্রতিরোধ ও চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নির্দেশনা

  • বিনাইন প্রস্টেট ডিজিজ;
  • জেনিটোইউরিনারি ক্যান্সার;
  • পুরুষের প্রজনন এন্ডোক্রাইনোলোজি ও এজাতীয় রোগ;
  • পুরুষের যৌন ডিসফাংশান;
  • অবসট্রাক্টিভ ইউরোপ্যাথি;
  • পেনাইল ও স্ক্রোটাল সমস্যা;
  • রেনাল রিপ্লেসমেন্ট থেরাপী;
  • রেনাল ট্রান্সপোর্ট এবনর্মালিটি;
  • রেনোভাসকুলার সমস্যা;
  • টিউবিউলো ইনটেস্টিনাল ডিজিজ;
  • ইউরিনারি ক্যালকুলাই;
  • ইউরিনারি ট্রাক্ট সংক্রমন;
  • ভ্যাজাইনাল ইস্ট সংক্রমন;
  • ভ্যাজাইনাল বার্নিং, ইচিং কমায়;

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ যেভাবে পাওয়া যায়

  • সলিড আকারে (ট্যাবলেট, ক্যাপসুল এবং ভ্যাজাইনার সাপোজিটরি/ক্যাপসুল);
  • মাংসপেশীতে/শিরায় ব্যবহারের জন্য ইনজেকশন।

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ প্রয়োগের পথ

  • মুখে;
  • ভ্যাজাইনা;
  • শিরায়/মাংসপেশীতে;

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধের প্রতি-নির্দেশনা/বিরুদ্ধ-প্রতিক্রিয়া (Contraindications)

  • হাইপারটনিক ইউটেরাইন কনট্রাকশন;
  • প্রসবে মেকানিক্যাল অবসট্রাকশন;
  • ফিটাল ডিসট্রেস;
  • লম্বা সময় ধরে অক্সিটোসিন দেয়াতে ইউটেরাইন ইনারশিয়া;
  • ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, একটোপিক প্রেগনেন্সি;
  • এড্রেনাল ফেইলিওর, হেমোরেজিক ডিসঅর্ডার এবং এন্টিকোয়াগুলেন্ট ও দীর্ঘমেয়াদী কর্টিকোস্টেরয়েড থেরাপি।

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ ব্যবহারে সতর্কতা

  • নির্দিষ্ট সতর্কতা নিতে হবে যখন প্রসবের উন্নতির জন্য দেয়া হয়, সেফালোপেলভিক ডিসপ্রোর্পোশনের সাথে;
  • কার্ডিয়াক ডিজিজ, হাইপারটেনশন;
  • হেপাটিক ও রেনাল ইমপেয়ারমেন্ট;
  • একাধিক গর্ভধারণ;

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধের সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া

  • বমি বমি ভাব, বমি হওয়া;
  • পেট ব্যথা, মাথা ব্যথা, ডিজিনেস, টিনিটাস;
  • পালপিটেশন, ডিসপেপসিয়া, ব্রাডিকার্ডিয়া;
  • ট্রান্সিয়েন্ট হাইপারটেনশন, ভেসোকন্সট্রিকশন;
  • স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন;
  • পালমোনারি ইডিমা;

জেনিটোইউরিনারি সিস্টেমের ওষুধ সংরক্ষণ

এই ধরনের ওষুধ ফর্ম/ডোজেস ফরম ও ওষুধের বাক্সে প্রদত্ত লিফলেট/বিবরণীপত্রে নির্দেশিত নিয়মে সংরক্ষণ করা উচিত।

Scroll to Top