Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

রোগী/ গ্রাহক মূল্যায়নের গাইড

রোগী/গ্রাহক মূল্যায়নের ধাপসমূহঃ

প্রথম ধাপ      

  • রোগী/গ্রাহককে সৌজন্য ও সম্মানের সাথে অভ্যর্থনা জানান;

দ্বিতীয় ধাপ

  • রোগীর রোগের ইতিহাস এবং অবস্থা সম্পর্কে জানুন;
  • রোগী/গ্রাহককে তার উপসর্গগুলো খুলে বলার সুযোগ দিন এবং আপনি সক্রিয় হয়ে শ্রবণ করুন;

নিচের বিষয়গুলো আরো বিস্তারিত জানুন-

  • উপসর্গগুলো কতদিন ধরছে চলছে ?
  • এ পর্যন্ত কি কি চিকিৎসা গ্রহণ করেছেন তা বিস্তাতির জানার চেষ্টা করুন।
  • যা চিকিৎসা এ পর্যন্ত হয়েছে তার ফলাফল সম্পর্কে জানুন।

তৃতীয় ধাপ

  • যে সকল তথ্য সংগৃহিত হয়েছে তার ভিত্তিতে রোগীর সম্পর্কে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিন;
  • যদি কোন বিপদচিহ্ন থাকে তবে উপযুক্ত প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষণিক রেফার করুন;

চতুর্থ ধাপ

  • রোগীর অবস্থা ও তার চিকিৎসা ব্যাখ্যা করুন ও প্রয়োজনীয় পরামর্শ দিন;

যদি কোন বিপদচিহ্ন না থাকে তবে-

  • রোগীর তথ্য যা পেয়েছেন তা ব্যাখ্যা করুন;
  • সামান্য সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় উপদেশ দিন;
  • বিপদচিহ্ন থাকলে রোগীকে কেন হাসপাতালে পাঠাচ্ছেন তার ব্যাখ্যা দিন এবং উপযুক্ত হাসপাতালে পাঠান;
Scroll to Top