গ্লিসারিন সাপোজিটরি
গ্লিসারিন সাপোজিটরি
গ্লিসারিন সাপোজিটরি একটি হাইপারঅসমিক (Hyperosmic) রেচক যা পায়ুপথে ব্যবহার করা হয় এবং এটি অন্ত্র ও তার আশেপাশের টিস্যু থেকে পানি সংগ্রহের মাধ্যমে সাধারণত ব্যবহারের ১৫ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে মল নিষ্কাশনের প্রক্রিয়া সম্পন্ন করে। এটি ব্যবহারের ফলে পায়খানা/মল নরম হয় এবং পরিমাণে বৃদ্ধি পেয়ে চাপ বৃদ্ধি করে।
যে সকল কারণে ব্যবহার করা হয়
যাদের হঠাৎ সাময়িক কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি কার্যকর নিরাময়।
ব্যবহার বিধি ও মাত্রা
২ বছর বয়সের কম শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
২ বছর থেকে ৬ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে: ১টি সাপোজিটরি ২৪ ঘণ্টায় ১ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পূর্ণবয়স্ক এবং শিশু (৬ বছরের অধিক): ২৪ ঘণ্টায় ১টি সাপোজিটরি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপোজিটরিটি খোলসমুক্ত করে পায়ুপথের মুখে চাপ দিয়ে যতটুকু সম্ভব ভিতরে প্রবিষ্ট করাতে হবে। মল নিষ্কাশনের জন্য সাপোজিটরিতে পায়ুপথের ভিতরে যাওয়ার পর সম্পূর্ণ গলতে হবে তবেই তা কার্যকরভাবে মল নিষ্কাশনের কাজ সম্পাদন করতে পারবে।
কখন ব্যবহার করা যাবে না
সাপোজিটরিটির কোন একটি উপাদানের প্রতি কোন ধরনের সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না। কোষ্ঠকাঠিন্য না থাকলে এটি ব্যবহার করা যাবে না।
পার্শ্ব-প্রতিক্রিয়া
পায়ুপথে ব্যবহার করলে গ্লিসারিন কখনো কখনো অস্বস্তি বা জলুনীর অনুভূতির সৃষ্টি করে।
গর্ভাবস্থায়: সঠিক গবেষণালব্ধ উপাত্ত না থাকায় ব্যবহার করা উচিত নয়।
সংরক্ষণ
২৫ ডিগ্রি সে. এর নিচে সংরক্ষণ করুন। জলীয় বাষ্প থেকে দূরে রাখুন।