About Lesson
ওষুধ ডিসপেন্স করার সময় ফার্মাসিষ্ট/ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ানদের ফেস শিল্ড ও এ্যাপ্রোন পরিধান
ফেস শিল্ড পরিধানঃ
- কোন ধরনের জলের ছিটা এড়াতে ফেস্ শিল্ড পরিধান করুন
- প্রয়োজনে রোগীকে সেবা দানের সময় মাস্ক ও চশমা পরিধান করুন
- সংক্রমিত জিনিসের সংস্পর্শ থেকে মুখকে সুরক্ষিত রাখুন
এ্যাপ্রোন পরিধানঃ
- ব্যক্তিগত সুরক্ষার জন্যে এ্যাপ্রোন পরিধান করুন
- ব্যবহৃত এ্যাপ্রোন প্রতিদিন ব্যবহারের পর ধুয়ে ফেলুন বা জীবাণুমুক্ত করুন।