About Lesson
আদর্শ লেবেল
একটি আদর্শ লেবেলে যে সকল তথ্য থাকা উচিত
- ফার্মেসির নাম
- রোগীর নাম, বয়স ও লিঙ্গ
- তারিখ
- চিকিৎসকের নাম, পদবী ও স্বাক্ষর
- ওষুধসমূহের নাম
- ওষুধের ডোজেস ফর্ম
- ওষুধের মাত্রা/ডোজ
- ওষুধ কখন ও দিনে কতবার খেতে হবে তার নির্দেশনা
- চিকিৎসা কতদিন ধরে চলবে।
ডিসপেন্স করা ওষুধের পাত্র বা মোড়কের লেবেলের নমুনাঃ
মা মডেল মেডিসিন শপ রোগীর নাম: শামসুল আলামিন ওষুধের নাম: পেনভিক (পেনিসিলিন ২৫০ মি.গ্রা.) সেবনের মাত্রা: ২টি ক্যাপসুল ৬ ঘণ্টা পরপর ৫ দিনের জন্য সেবনের নির্দেশনা: ওষুধটি খাবার ১ ঘণ্টা আগে খাবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ওষুধ প্রদানের তারিখ: দিন/মাস/বছর সংরক্ষণের শর্ত: যে ওষুধের জন্য যে বিধি প্রযোজ্য তার নির্দেশনা থাকতে হবে। |