Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

এন্টি-মাইক্রোবিয়াল ওষুধ-ম্যাক্রোলাইডস

ম্যাক্রোলাইডস

এগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক (ইরাইথ্রোমাইসিন বেশী ঘন অবস্থায় ব্যাকটেরিয়াঘাতী হতে পারে) এন্টিবায়োটিক যারা বেনজাইল পেনিসিলিনের মতই (একই নয়) এন্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম এবং নিউমোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাই ও কর্নিব্যাকটেরিয়াসহ গ্রাম-পজিটিভ জীবানুসমূহের বিরুদ্ধে কার্যকরী।

মাইক্রোলাইডসগুলো হচ্ছে: এজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, স্পাইরাথ্রোমাইসিন ইত্যাদি

নির্দেশনা

  • এইচ. পাইলরী দূর করা, ছড়িয়ে যাওয়া এম. এভিয়াম-ইন্ট্রাসেলুলার সংক্রমনের প্রোফাইলেক্সিস ও চিকিৎসা করা যা মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স (মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম ও মাইকোব্যাকটেরিয়াম ইন্ট্রাসেলুলার) দ্বারা এইডস রোগীতে ব্যবহৃত হয়; এইচআইভি-সংক্রমনহীন রোগীর ফুসফুসের সংক্রমনের চিকিৎসা, টক্সোপ্লাজমোসিস এনকেফালাইটিসের চিকিৎসা ইত্যাদিতে ব্যবহৃত হয়;
  • ইরাইথ্রোমাইসিন ব্যবহৃত হয় মাইকোপ্লাজমা নিউমোনিয়া সংক্রমন, ক্যামপাইলোব্যাক্টর এন্টেরাইটিস, গর্ভবতীদের ক্ল্যামাইডিয়াল ইউরোজেনিটাল সংক্রমন, ক্ল্যামাইডিয়াল নিউমোনিয়া, ডিপথেরিয়া, পারটুসিস, লিজিওনেয়ারস ডিজিজ, ও একনি ভালগারিস চিকিৎসার জন্য;

যেভাবে পাওয়া যায়

  • সলিড আকারে (ট্যাবলেট, ক্যাপসুল ও সাসপেনসনের পাউডার ইত্যাদি);
  • মাংসপেশীতে/শিরায় ব্যবহারের ইনজেকশন;

প্রয়োগের পথ

  • মুখে;
  • শিরায়;
  • মাংসপেশীতে

সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া

  • বমি বমি ভাব, বমি, পেটে অস্বস্তি, ডায়রিয়া, এন্টিবায়োটিক-সম্পর্কিত কোলাইটিস;
  • আরটিকারিয়া, দানা ওঠা, কোলেস্ট্যাটিক জন্ডিসসহ অত্যাধিক সংবেদনশীল প্রতিক্রিয়া;
  • অন্যান্য প্রতিক্রিয়া, বেশীমাত্রায় দিলে রিভার্সিবল হিয়ারিং লস, ছঞ ইন্টারভ্যাল প্রলংগেশন এবং ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াসহ বুকে ব্যথা ও এ্যারিথমিয়া;

ম্যাক্রোলাইডস ব্যবহারে সতর্কতা

  • হেপাটিক ও রেনাল ইমপেয়ারমেন্ট;
  • পিমোজাইড ও টারফেনাডিন -এগুলোর সাথে ওষুধটি দেয়া এড়িয়ে চলতে হবে;
  • প্রি-ডিসপজিশন টু QT ইন্টারভ্যাল প্রলংগেশনসহ রোগীর পরফাইরিয়া;
  • অল্প পরিমাণে বুকের দুধে নি:সরিত হয়, নবজাতকের যত্নে সম্ভাব্য সমস্যা;
  • বাওয়েল ফ্লোরার পরিবর্তন হয়, যা সরাসরি নবজাতকের উপর প্রভাব ফেলে ও কালচারের ফলাফল ব্যাখ্যায় হস্তক্ষেপ করে।

ম্যাক্রোলাইডসের প্রতিনির্দেশনা/বিরুদ্ধ-প্রতিক্রিয়া (Contraindications)

  • হেপাটিক ও রেনাল ইমপেয়ারমেন্ট;
  • ম্যাক্রোলাইডসে অত্যাধিক সংবেদনশীলতা;

ম্যাক্রোলাইডসের সাথে অন্য ওষুধের মিথস্ক্রিয়া

এস্টেমিজল, টারফেনাডিন ও সিসাপ্রাইড – এগুলোর সাথে ওষুধটি দেয়া এড়িয়ে চলুন

ম্যাক্রোলাইডস সংরক্ষণ

এই ধরনের ওষুধ ফর্ম/ডোজেস ফরম ও ওষুধের বাক্সে প্রদত্ত লিফলেট/বিবরণীপত্রে নির্দেশিত নিয়মে সংরক্ষণ করা উচিত।

Scroll to Top