About Lesson
৫. স্বাস্থ্যবিধি/পরিছন্নতা
- সংক্রামক রোগে আক্রান্ত (যেমন-চুলকানী, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি) কোন কর্মী দ্বারা ওষুধ ডিসপেন্সিং করা যাবে না;
- খালি হাতে ট্যাবলেট ও ক্যাপসুল গোনা নিষিদ্ধ;
- মডেল ফার্মেসীতে দেয়াল, মেঝে, ছাদ ও আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি রাখতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে ও সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সরঞ্জামাদির পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে;
- মডেল ফার্মেসীকে অবশ্যই নিয়মিতভাবে পরিষ্কার করার সময়সূচি মেনে চলতে হবে। মেঝে প্রতিদিন ও প্রয়োজনমাফিক পরিষ্কার করতে হবে। ধুলামুক্ত পরিবেশ বজায় রাখার জন্য ওষুধের শেলফ নিয়মিত পরিষ্কার করতে হবে;
- ওষুধ ডিসপেন্সিং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো থাকতে হবে;
- মডেল ফার্মেসীতে ওষুধ ডিসপেন্সিং এলাকায় কোন কর্মী খেতে পারবে না। কর্মীদের খাওয়ার জন্য আলাদা জায়গা থাকতে হবে;
- ওষুধ ডিসপেন্সিং এলাকায় অবশ্যই টয়লেট থাকবে না। টয়লেটে প্রবাহমান পানি (ট্যাপ ওয়াটার), সাবান ও পরিষ্কার তোয়ালেসহ হাত ধোয়ার সুবিধা অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে হাত ধোয়ার নির্দেশনা সম্বলিত দৃষ্টি আর্কষণকারী নোটিস প্রদর্শন করতে হবে;
- ওষুধ সংরক্ষণ করার স্থান হিসাবে বা ওষুধ ডিসপেন্সিং এ পানির উৎস হিসেবে টয়লেট ব্যবহার করা যাবে না;