About Lesson
ওষুধ ডিসপেন্স করার সময় ব্যক্তিগত সুরক্ষার অংশ হিসেবে ফার্মাসিষ্ট/ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ানদের মুখে মাস্ক পরিধান
- সর্বপ্রথম ক্রেতার মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করুন
- নাক ও মুখের ঝিল্লি বাতাসে মিশ্রিত ক্ষুদ্র কণা থেকে রক্ষা করুন
- মুখে সঠিক নিয়মে মাস্ক পরুন
- মাস্কটি নাকের মাঝখানে ভাল করে আটকে দিন
- এমনভাবে আটকান যাতে করে নাক ও মূখ সবটা যেন ঢেকে থাকে এবং কোন ধরনের তরল যেন বেরিয়ে না আসে
- ব্যবহার শেষে মাস্ক সাথে সাথেই ঢাকনাযুক্ত নির্ধারিত পাত্রে ফেলে দিন অথবা পুনঃ ব্যবহারযোগ্য হলে ধুয়ে ফেলুন বা জীবাণুমুক্ত করে নিন
- নির্ধারিত স্থানে ব্যবহৃত মাস্ক ফেলুন এবং অবশ্যই হাত জীবাণুমুক্ত করুন