About Lesson
ওষুধের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া (ড্রাগ ইন্টারাকসন)
ওষুধের মিথস্ক্রিয়া (ড্রাগ ইন্টারাকসন)
- ওষুধের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া হল- কোন কিছুর উপস্থিতির কারণে যখন কোন একটি ওষুধের কার্যকারিতা পরিবর্তিত হয়ে যায়;
- যখন কোন রোগী একই সাথে একাধিক ওষুধ সেবন করে তখন এ ধরনের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া হতে পারে;
- এই মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া কখনো কখনো ভেষজ ওষুধ বা রোগী যে খাদ্য গ্রহণ করে তার সাথেও হতে পারে;
- একজন চিকিৎসক কোন রোগীর ব্যবস্থাপত্রে একাধিক ওষুধ সেবনের পরামর্শ দিলে সে ক্ষেত্রেও মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া দেখা দিতে পারে অথবা, চৎবংপৎরঢ়ঃরড়হ ড়হষু ওষুধের সাথে ঙাবৎ-ঃযব-ঈড়ঁহঃবৎ (ঙঞঈ) ওষুধ গ্রহণের ক্ষেত্রেও মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া হতে পারে।
মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়ার ফলাফলঃ
- মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়ার ফলে চিকিৎসার সার্বিক কার্যকারিতা কমে যেতে পাবে;
- কোন কোন ক্ষেত্রে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বৃদ্ধি পেতে পারে;
- এতে রোগের অবস্থা জটিলতর হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
ওষুধের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টের জন্য নির্দেশিকা
ফার্মাসিস্টের দায়িত্ব হলো ওষুধ ডিসপেন্সিং এর সময় ওষুধের সম্ভাব্য মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া তালিকা অনুসরণ করা যেমন- ওষুধের সাথে ওষুধের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া এবং ওষুধের সাথে খাদ্যের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া