About Lesson
মডেল মেডিসিন শপে যে সকল নির্দেশনা থাকা উচিত এবং নির্দেশনাগুলো ব্যবহারের সুফল
একটি মডেল মেডিসিন শপে নিম্নোক্ত নির্দেশনাগুলো থাকা উচিত-
- ওষুধপত্র গ্রহণের নির্দেশনা;
- ওষুধপত্র সংরক্ষণের নির্দেশনা;
- ওষুধ ডিসপেন্সিং নির্দেশনা;
- মডেল মেডিসিন শপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা;
- ফ্যামিলি প্ল্যানিং-এর পদ্ধতিসমূহের ফ্লিপচার্ট
এ সকল নির্দেশনা থাকার সুফল-
- কাজগুলো সহজে ধাপে ধাপে করা যায় এবং ভুল কম হয়;
- ওষুধ ও সেবার মান উন্নত হয়;
- নিয়মনীতি মেনে চলা সহজ হয়;
- কর্মচারীদের নিকট থেকে সর্বোচ্চ দক্ষতা ও কার্যকর সেবা পাওয়া যায়;
- বিভিন্ন শিফটে কর্মচারীদের কাজ করা ও দায়িত্ব হস্তান্তর করা সহজতর হয়;