ফার্মেসিতে কর্মরত ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্তকরণ (হ্যান্ড স্যানিটাইজেশন) পদ্ধতি
ধাপ-১ঃ হাতের তালুতে ২.০ মিলি—এর মত স্যানিটাইজার নিন এবং হাতের সমস্ত জায়গায় লাগান
ধাপ-২ঃ ঘষে ঘষে দুই হাতের তালুতে লাগান
ধাপ-৩ঃ ডান হাতের তালু দিয়ে বাম হাতের অপর পিঠে এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের অপর পিঠে ও আঙ্গুলের ফাঁঁকগুলোতে স্যানিটাইজার লাগান
ধাপ-৪ঃ দুই হাতের তালু ও আঙ্গুলের ফাঁকে ভাল করে লাগান
ধাপ-৫ঃ ডান হাতের তালু দিয়ে বাম হাতের আঙ্গুলের পেছন এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের আঙ্গুলের পেছনে ও ফাঁকে স্যানিটাইজার লাগান
ধাপ-৬ঃ ডান হাতের তালু দিয়ে বাম হাতের কব্জি এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের কব্জিতে ঘুরিয়ে ঘুরিয়ে স্যানিটাইজার লাগান
ধাপ-৭ঃ ডান হাতের তালু দিয়ে বাম হাতের এপিঠে—ওপিঠে এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের এপিঠে—ওপিঠে ঘষে ঘষে ২০ থেকে ৩০ ধরে স্যানিটাইজার লাগান
ধাপ-৮ঃ এবার হাত বাতাসে শুকিয়ে নিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃর্ক অনুমোদিত এ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করার পদ্ধতি