About Lesson
এ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ছড়াতে রোগীদের মনোভাব
- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বা নিজের মত এ্যান্টিবায়োটিক সেবন করা
- রোগের লক্ষণ চলে গেলেই এ্যান্টিবায়োটিকের চিকিৎসা মেয়াদ শেষ হওয়ার আগেই সেবন করা থেকে বিরত থাকা
- কখনো কখনো প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘদিন ধরে এ্যান্টিবায়োটিক সেবন করতে থাকা
- যখন প্রয়োজন তখন না সেবন করে, দেরীতে বা একেবারেই সেবন না করার প্রবনতা
- রোগীদের চিকিৎসকের পরামর্শ ব্যাতিরিকে অপ্রশিক্ষিত ডিসপেন্সারের পরামর্শ নিয়ে এ্যান্টিবায়োটিক সেবন করা
Exercise Files
No Attachment Found