এন্ডোক্রাইন (অন্তঃক্ষরাগ্রন্থি) তন্ত্র ও বিপাকীয় সমস্যায় ব্যবহৃত ওষুধসমূহ
এন্ডোক্রাইন (অন্তঃক্ষরাগ্রন্থি) তন্ত্র ও বিপাকীয় সমস্যায় ব্যবহৃত ওষুধসমূহ
অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র ও বিপাকীয় সমস্যা বা আক্রান্ত রোগসমূহ প্রতিরোধে কিংবা এধরনের সমস্যা/ রোগসমূহ (হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদি) থেকে আরোগ্য লাভে এ ধরনের ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। এধরনের কতকগুলো ওষুধের উদাহরণ হলো- ইনসুলিন, আয়োডিন, কার্বিমাজোল, প্রেডনিসোলোন, হাইড্রোকর্টিসন ইত্যাদি।
নির্দেশনা
নিম্নের রোগ/ সমস্যা সমূহের চিকিৎসার জন্য:
- হাইপোথাইরয়েডিজম;
- থাইরোটক্সিকোসিস;
- ডায়াবেটিস;
- হাইপোগ্লাইসেমিয়া।
বাজারে যেভাবে পাওয়া যায়
- সলিড (Solid) আকারে (ট্যাবলেট, ক্যাপসুল, পিএফএস) মুখে ব্যবহারের জন্য;
- তরল (Liquid) আকারে (সিরাপ, সাসপেনশন) মুখে ব্যবহারের জন্য;
- অর্ধতরল (Semi-Solid) আকারে (ক্রিম, অয়েন্টমেন্ট) সরাসরি চামড়ায় ব্যবহারের জন্য;
- শিরায় বা মাংসপেশীতে (Parenteral) ইনজেকশনের মাধ্যমে ব্যবহারের জন্য;
প্রয়োগ পথ
- মুখে খাওয়ার মাধ্যমে;
- শিরায় বা মাংসপেশীতে ইনজেকশনের মাধ্যমে;
বিরুদ্ধ ব্যবহার (Contraindications)
- বুকের দুধ খাওয়ানো অবস্থায়;
- ডায়াবেটিক কিটোএসিডোসিস (Diabetic Ketoacidosis);
- মেটাবোলিক এসিডোসিস (Metabolic Acidosis);
- যকৃত বা কিডনির সমস্যায়;
সতর্কতা
- প্যানহাইপোপিটুইটারিজম (Pan-hypopituitarism);
- কার্ডিয়াক ইসকেমিয়া (Cardiac Ischaemia);
- যকৃতের সমস্যা (Liver Disorder);
- গর্ভাবস্থা;
পার্শ্ব-প্রতিক্রিয়া
- ওজন বৃদ্ধি পাওয়া;
- গ্লকোজ সহ্য ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া;
- বমি বমি ভাব;
- স্নায়বিক দুর্বলতা (Nervousness);
- মাথাঘোরা;
সংরক্ষণ
ধরনের ভিন্নতা অনুসারে বাজারে যেভাবে পাওয়া যায় সেই অনুসারে এই ওষুধগুলো বাক্সের গায়ে বা ওষুধের বাক্সে প্রদত্ত লিফলেট/বিবরণীপত্রে নির্দেশিত নিয়মে সংরক্ষণ করতে হবে।