About Lesson
ফার্মেসিতে কর্মরত ফার্মাসিষ্ট/ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য সাবান-পানি দিয়ে হাত জীবাণু মুক্তকরণ (হাত ধোয়া) পদ্ধতি
- সাবান—পানি দিয়ে ২০—৬০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন
- প্রথমে পরিষ্কার ট্যাপের পানি দিয়ে হাত ভিজিয়ে নিন এবং সাবান লাগান
- দুই হাতের তালু ঘষে ফেনা তৈরি করুন এবং আঙ্গুলের ফাঁঁকগুলোতে লাগান
- ডান হাতের তালু দিয়ে বাম হাতের কব্জি এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের কব্জিতে ঘুরিয়ে ঘুরিয়ে সাবান লাগান
- ডান হাতের তালু দিয়ে বাম হাতের অপর পিঠে এবং বাম হাতের তালু দিয়ে ডান হাতের অপর পিঠে ঘষে ঘষে সাবান লাগান
- পরিষ্কার পানির ধারাতে হাত ধুয়ে ফেলুন
- পরিষ্কার তোয়ালে দিয়ে হাত মুছে ফেলুন বা বাতাসে শুকিয়ে নিন