About Lesson
নিম্নমানের ওষুধ হিসাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবস্থাপনা
ওষুধের পাত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ অবশ্যই চোখে পড়ার মত করে লেখা থাকতে হবে। এতে কোন পরিবর্তন করা যাবে না। মডেল মেডিসিন শপে তাকের ওষুধগুলো কোন একটিও মেয়াদোত্তীর্ণ হতে পারবে না। কখনো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কোন কোন ওষুধের ভৌত গুণাবলি পরিবর্তিত হতে পারে, এ ধরনের ওষুধ সেবন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং এগুলো মডেল মেডিসিন শপের তাক থেকে সরিয়ে ফেলতে হবে।
মেয়াদোত্তীর্ণ এবং ক্ষতিগ্রস্থ সকল ওষুধ বিক্রয়যোগ্য ওষুধগুলো থেকে আলাদা করে ফেলতে হবে এবং সম্ভব হলে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। সকল মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য একটি নথি সংরক্ষণ করুন।
নিম্নলিখিত তথ্যগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধের নথিতে থাকা উচিত-
- ওষুধের নাম
- ডোজেস ফর্ম এবং স্ট্রেন্থ
- পরিমাণ
- উৎপাদন ব্যাচ নং
- মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ
Exercise Files
No Attachment Found