Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

কার্ডিওভাসকুলার (হৃদরোগজনিত) রোগসমূহে ব্যবহৃত ওষুধ সমূহ

কার্ডিওভাসকুলার (হৃদরোগজনিত) রোগসমূহে ব্যবহৃত ওষুধ সমূহ

এধরনের ওষুধ গুলো যেকোন ধরনের কার্ডিওভাসকুলার সিস্টেম/হৃদরোগ ও হৃদপিণ্ড সংক্রান্ত রোগ প্রতিরোধে কিংবা রোগ থেকে আরোগ্য লাভে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের কতকগুলো ওষুধের উদাহরণ হলো- এটিনোলল, কার্ভেডিলল, র‌্যামিপ্রিল, লোসারটান, ভালসারটান, বেনেজাপ্রিল, এ্যামলোডিপিন ইত্যাদি।

নির্দেশনা

নিম্নের রোগসমূহের চিকিৎসা ও প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়-

  • মাইওকার্ডিয়াল ইনফার্কশন;
  • হাইপারটেনশন;
  • এনজিনা;
  • কার্ডিয়াক এ্যারিথমিয়া;
  • হার্টফেইলিওর;

যেভাবে বাজারে পাওয়া যায়

  • সলিড আকারে (ট্যাবলেট, ক্যাপসুল) মুখে ব্যবহারের জন্য;
  • জিহবার নিচে ব্যবহারের জন্য;
  • শিরাপথে ব্যবহারের জন্য;

প্রয়োগ পথ

  • মুখে ও জিহবার নিচে;
  • শিরাপথে;

বিরুপ ব্যবহার (Contraindications)

  • যেসকল রোগীর হাঁপানী রোগ এর ইতিহাস আছে;
  • হাইপোটেনশন;
  • সিক সাইনাস সিনড্রোম (Sick Sinus Syndrome);
  • মেটাবোলিক এসিডোসিস;
  • তীব্র পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ (Severe Peripheral Arterial Disease);
  • ফিওক্রোমোসাইটোমা (Pheochromocytoma);

সতর্কতা

  • প্রথম ডিগ্রি AV ব্লক (First degree AV block);
  • যকৃতের সমস্যা (Hepatic Impairment);
  • বৃক্ক/কিডনির সমস্যা (Renal Impairment);
  • ডায়াবেটিস;
  • মায়াস্থেনিয়া গ্র্যাভিস (Myasthenia Gravis);
  • গর্ভাবস্থা

পার্শ্ব-প্রতিক্রিয়া

  • ব্রাডিকার্ডিয়া (Bradycardia);
  • হাইপোটেনশন (Hypotension);
  • কনডাকশন ডিজঅর্ডার (Conduction Disorder);
  • ব্রঙ্কোস্পাজম;
  • ঘুমের সমস্যা;
  • পাকস্থলী ও অন্ত্রের (পেটের) সমস্যা;

সংরক্ষণ

এ ওষুধগুলো ধরন অনুসারে বাক্সের গায়ে অথবা ওষুধের বাক্সে প্রদত্ত লিফলেট/বিবরণীত্রে নির্দেশিত নিয়মে সংরক্ষণ করতে হবে।

Scroll to Top