About Lesson
ওষুধের অযৌক্তিক ব্যবহারের কারণসমূহ
যেসকল কারণে ওষুধের অযৌক্তিক ব্যবহার হয়ে থাকে-
১। ওষুধের সরবরাহ পদ্ধতি
- অপর্যাপ্ত সরবরাহ
- ওষুধ সংরক্ষণের ত্রুটি
- মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ
- ভুল ওষুধ সরবরাহ
২। চিকিৎসক যিনি রোগীর ব্যবস্থাপত্র দেবেন
- চিকিৎসকের ট্রেনিং না থাকা
- নিম্নমানের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা
- রোগ ও ওষুধ সম্পর্কে উপযুক্ত ও সঠিক তথ্য না জানা
- শুধুমাত্র আর্থিক প্রাপ্তিই যার কাছে মুখ্য
৩। ফার্মাসিস্ট বা ওষুধ ডিসপেন্সার
- মেডিসিন শপে বেশি রোগী থাকলে ব্যস্ততার কারণে ভুল করা, রোগীকে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেয়া
- ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর স্বল্পতা
- কর্মরত ফার্মাসিস্টের কাজের কোন তত্ত্বাবধানে না থাকলে
- নিম্নমানের ট্রেনিং থাকলে
৪। রোগী ও সামাজিক বিশ্বাস
- রোগীর সাধারণ বিশ্বাস
- কম সময় ধরে চিকিৎসক বা ফার্মাসিস্টের সাথে রোগীর পরামর্শ চলে
- চিকিৎসকের মনোভাব ও সার্বিক পারদর্শিতা
- ওষুধ সম্পর্কে ছাপানো তথ্যের অভাব
- কোন ওষুধের কার্যকারিতা ও প্রয়োগ পথের পদ্ধতি নিয়ে সামাজিক বিশ্বাস।
ওষুধের অযৌক্তিক ব্যবহারের উদাহরণঃ
- যেখানে ওষুধ ব্যবহারের কোন প্রয়োজন নেই সেখানে ব্যবহারের পরামর্শ দেয়া
- ভুল ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া
- অকার্যকর ওষুধ ও যেসকল ওষুধের কার্যকারিতা সন্দেহজনক সেগুলো ব্যবহার করা
- অনিরাপদ ওষুধ ব্যবহারে পরামর্শ দেয়া
- নির্ধারিত মেয়াদের বদলে কম মেয়াদে ওষুধ ব্যবহার করা
- অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের পরামর্শ