About Lesson
এ্যান্টিবায়োটিকের অকার্যকর হয়ে ওঠা
এ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও যথেচ্ছা ব্যবহারের ফলে এগুলো অকার্যকর হয়ে ওঠে, ফলে চিকিৎসায় সেটি যথাযথ ভাবে কাজ করে না।
এ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও আইন প্রয়োগের দুর্বলতা
দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও আইন কাঠামোর কারণে এ্যান্টিবায়োটিকসমূহ অকার্যকর হয়ে ওঠাতে ভূমিকা রাখছে। তার মধ্যে রয়েছেঃ
- ওষুধ সরবরাহে দুর্বল ব্যবস্থাপনা
- বাজার থেকে সব ধরণের নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ দূর করতে না পারা
- ওষুধের অকার্যকর হওয়ার ব্যাপারে কম ও দুর্বল নজরদারি
- কোম্পানিগুলোর তাদের ওষুধের অনিয়ন্ত্রিত বাজারজাতকরণ
- স্বাস্থ্যসেবায় দক্ষ গ্রাজুয়েট ফার্মাসিস্টদের কাজের সুযোগ না থাকা
এ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা রোধে ২০১৮ সালে বিশ স্বাস্থ্য এসেম্বলি রেজ্যুলেউশন নং ৫১.১৭ অনুযায়ী সদস্য দেশগুলোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণঃ
- উপযুক্ত ও সাশ্রয়ী মূল্যে এ্যান্টিবায়োটিকের ব্যবহার উৎসাহিত করা
- যোগ্যতাসম্পন্ন ও পেশাদার ফার্মাসিস্ট, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এ্যান্টিবায়োটিক ডিসপেন্স করা থেকে বিরত থাকা
- সংক্রমণ ও এ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বিস্তার রোধে উন্নত অনুশীলন করা
- নকল ও ভেজাল এ্যান্টিবায়োটিক উৎপাদন, বিক্রি ও সরবরাহে এবং বিক্রি বন্ধ করা
- খাদ্য উৎপাদন ও পশুপালনে এ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা ও কমিয়ে ফেলা
তাছাড়া সদস্য দেশগুলো প্রতিরোধী জীবাণুসমূহ চিহ্নিত করতে, বিভিন্ন প্রকারের এ্যান্টিবায়োটিক ও তার পরিমাণগত ব্যবহারের ওপর নজর রাখতে এবং নিয়ন্ত্রন ব্যবস্থার উপরে এর প্রভাব পরিমাপে উন্নয়নমূলক দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।