About Lesson
একজন ভাল ডিসপেন্সারের গুণাবলিসমূহ
- সাধারণ রোগ এবং ওষুধপত্র সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা;
- সদালাপি বা ভাল যোগাযোগ করতে পারা;
- রোগী/গ্রাহক/ক্রেতাদের ভাল সেবা দিতে পারা;
- সুন্দর করে লেখায় বা নির্দেশনায় পারদর্শি হওয়া;
- সকল কাজ গুছিয়ে করতে পারা;
- সততা ও পেশাদার আচরণ করতে সক্ষম হওয়া;
- সঠিকভাবে কাজ করার মনোভাব থাকা।