রক্তস্বল্পতা (অ্যানেমিয়া) ও অন্যান্য রক্ত জনিত রোগ সমূহে ব্যবহৃত ওষুধসমূহ
রক্তস্বল্পতা (অ্যানেমিয়া) ও অন্যান্য রক্ত জনিত রোগ সমূহে ব্যবহৃত ওষুধসমূহ
এধরনের ওষুধগুলো যেকোন ধরনের রক্তজনিত/ রক্ত সংক্রান্ত রোগ নিবারণে কিংবা রোগ থেকে আরোগ্য লাভে ব্যবহৃত হয়ে থাকে যেমন: আয়রন-এর অভাবজনিত রক্তস্বল্পতা, ফলিকএসিড-এর অভাবজনিত রক্তস্বল্পতা, মেগালোব্লাস্টিক অ্যানেমিয়া, হেমোলাইটিক অ্যানেমিয়া ইত্যাদি।
এধরনের কতকগুলো ওষুধের উদাহরণ হলো – ফেরাস-সালফেট, ফেরাস-ফিউমারেট, ফলিক-এসিড, আয়রন-ডেক্সট্রান, সায়ানোকোবালামিন ইত্যাদি।
নির্দেশনা
নিম্নের রোগসমূহের চিকিৎসা ও প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়:
- আয়রন-এর অভাব জনিত রক্তস্বল্পতা (এনিমিয়া);
- ফলিকএসিড-এর অভাবজনিত রক্তস্বল্পতা (এনিমিয়া);
- মেগালোব্লাস্টিক অ্যানেমিয়া;
- হেমোলাইটিক অ্যানেমিয়া;
যেভাবে বাজারে পাওয়া যায়
- সলিড আকারে (ট্যাবলেট, ক্যাপসুল, পিএফএস) মুখে ব্যবহারের জন্য;
- তরল আকারে (সিরাপ, সাসপেনশন) মুখে ব্যবহারের জন্য;
- মুখে ব্যবহার ছাড়া (ইনকেজশন) শিরা পথে ব্যবহারের জন্য।
প্রয়োগের পথ
- মুখে;
- শিরা পথে ইনজেকশন-এর মাধ্যমে।
বিরুদ্ধ ব্যবহার (Contraindications)
- গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে;
- যেসকল রোগীর হাঁপানী (Asthma রোগ-এর ইতিহাস আছে;
- বুকেব্যথা (Angina);
- এ্যারিথমিয়া (Arrhythmia);
- একিউট রেনাল ফেইলিওর;
- প্রকট যকৃত/লিভার সংক্রান্ত রোগ (Severe Liver Disease);
সতর্কতা
নিম্নলিখিত ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে:
- হেমোক্রোমেটোসিস (Haemochromatosis);
- থ্যালাসেমিয়া (Thalassemia);
- আয়রনের প্রতি অধিক সংবেদনশীলতা;
- পেপটিক আলসার-এর ইতিহাস থাকলে;
- গর্ভাবস্থায়;
পার্শ্ব-প্রতিক্রিয়া
- বমি বমি ভাব ও বমি হওয়া;
- পেট ব্যথা ও অস্বস্তি ভাব;
- ডায়রিয়া;
- কোষ্ঠকাঠিন্য;
- শ্বাসকষ্ট ও সংজ্ঞাহীনতা;
- পায়খানার কালচে রং;
- অতি সংবেদনশীল প্রতিক্রিয়া;
সংরক্ষণ
এ ধরনের ওষুধ, ধরন অনুসারে বাক্সের গায়ে অথবা ওষুধের বাক্সে প্রদত্ত লিফলেট/বিবরণীপত্রে নির্দেশিত নিয়মে সংরক্ষণ করতে হবে।