Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

২. মডেল মেডিসিন শপের বৈশিষ্ট্য

২.১ মডেল মেডিসিন শপের কাঠামোর মান

প্রতিটি মডেল মেডিসিন শপের কাঠামো অবশ্যই নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে:

  • ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;
  • ছিদ্রবিহীন ছাদ ও সিলিং;
  • অপেক্ষমান ক্রেতার জন্য বসার ব্যবস্থা;
  • মেঝে, দেয়াল ও ছাদ মসৃন হতে হবে যা জীবানুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;
  • ফার্মেসীর ভেতরে ও বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা;
  • খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;
  • মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।
  • বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;
  • শপটি তৈরি ও রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।;

২.২ চিহ্ন/ নির্দেশক (Signage)

মডেল মেডিসিন শপে নিম্নোক্ত চিহ্ন/নির্দেশক থাকা আবশ্যক:

  • ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ড যেখানে ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর (ড্রাগ লাইসেন্স) ও পূর্ণ ঠিকানা থাকবে;
  • মডেল মেডিসিন শপ ধুমপান মুক্ত রাখার জন্য লক্ষণীয় স্থানে ‘ধুমপান নিষিদ্ধ’ নির্দেশিকা স্থাপন;
  • মডেল মেডিসিন শপের ডিসপেন্সিং কার্যক্রম পরিচালনার সময়সূচি দৃষ্টিগোচর স্থানে স্থাপন করতে হবে ;
  • মডেল মেডিসিন শপ বন্ধ বা স্থান পরিবর্তন করলে অথবা মডেল মেডিসিন শপ হিসেবে অনুমোদন হারালে মডেল মেডিসিন শপের সকল নির্দেশিকা যেমন মেডিসিন শপ লোগো তাৎক্ষণিক ভাবে সরিয়ে ফেলতে হবে;

২.৩ তাপমাত্রা নিয়ন্ত্রণ

  • মডেল মেডিসিন শপে বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থাসহ (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বা IPS অথবা সোলার প্যানেল) যথেষ্ট পরিমাণ ফ্যান থাকা আবশ্যক যাতে মডেল মেডিসিন শপের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়;
  • মডেল মেডিসিন শপের অভ্যন্তরে তাপমাত্রা নির্ণয় করার জন্য ‘রুম থার্মোমিটার’ থাকা আবশ্যক;
  • তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য Exhaust Fan এর ব্যবস্থা থাকতে হবে;

২.৪ রেফ্রিজারেটর

  • মডেল মেডিসিন শপে যদি তাপ সংবেদনশীল ওষুধ বিক্রি করে তাহলে তাপমাত্রা সংবেদনশীল ওষুধ সঠিকভাবে সংরক্ষণের জন্য সেখানে অবশ্যই বড় একটি রেফ্রিজারেটর রাখতে হবে;
  • যে রেফ্রিজারেটর ওষুধ রাখার জন্য ব্যবহার করা হয় তাতে শুধুমাত্র ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য ছাড়া অন্য কোন পণ্য (যেমন-খাবার ও পানীয়) সংরক্ষণ করা যাবে না;
  • অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণে নির্দেশিকা অনুযায়ী রেফ্রিজারেটরে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে;
Scroll to Top