About Lesson
নিম্নমানের ওষুধ সনাক্ত করার চিহ্নসমূহঃ
প্রত্যেক ওষুধের নিজস্ব কিছু ভৌত গুণাবলি আছে, যেমন আকার-আকৃতি, রং, স্বচ্ছতা, গন্ধ, অবস্থা (সলিড/তরল) ইত্যাদি। এগুলো যে কোন ওষুধের মান নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক যা সাধারণভাবে পরীক্ষা করে বা খালিচোখে দেখেই বোঝা সম্ভব। এসকল সূচকের ক্ষেত্রে কোন পরিবর্তন দেখা দিলে সেগুলো নিম্নমানের হওয়ার সম্ভবনা থাকে।
নিম্নমানের ওষুধ সনাক্ত করার জন্য ওষুধগুলোতে যা খেয়াল করা উচিত, তা হলো-
প্যাকেজিং
- ভাঙ্গা
- ছেড়া
লেবেলসমূহ
- হারিয়ে গেছে /নাই
- অসম্পূর্ণ লেভেল
- অস্পষ্ট/ পড়া যাচ্ছে না
- অসংলগ্ন
সলিড ওষুধ সমূহ
- বড়ি/ট্যাবলেটগুলো ফুলে উঠেছে কিনা বা নরম হয়ে গেছে কিনা;
- বড়ি/ট্যাবলেট এর রং এর কোন পরিবর্তন হয়েছে কিনা;
- ওষুধ/প্যাকেজিং-এ কোন আঁঠালোভাব এসেছে কিনা;
- ক্যাপসুলের আকারে কোন পরিবর্তন এসেছে কিনা বা ট্যাবলেটগুলো সহজেই গুড়ো হয়ে বা ভেঙ্গে যাচ্ছে কিনা;
- ক্যাপসুলের আবরণটি নরম হয়ে গেছে কিনা;
- অস্বাভাবিক কোন গন্ধ পাওয়া যাচ্ছে কিনা;
- স্ট্রিপ, ব্লিস্টার প্যাক বা স্যাচেটস ছিড়ে বা ফুটো হয়ে লিক করছে কিনা;
তরল ওষুধসমূহ
- রং, গন্ধে বা স্বাদে কোন পরিবর্তন লক্ষ্য করছেন;
- বোতলের ছিপি বা ক্যাপ খোলার সময় গ্যাস বেরিয়েছে;
- বোতলের তলায় তলানী জমেছে (সাসপেনশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়);
- দ্রবণে কোন ঘোলাটে ভাব দেখা যায়;
- বোতলের ঢাকনা বা ক্যাপের সিল ভাঙ্গা;
- বোতল ফাটা বা ভাঙ্গা;
সেমি সলিড ওষুধসমূহ
- মলম বা ক্রিম গলে গিয়ে তরল হয়ে গেছে;
- রং এবং গন্ধে কোন পরিবর্তন এসেছে;
- ওষুধ শুকিয়ে গেছে;
জীবাণুমুক্ত ওষুধসমূহ (ইনজেকশন, ড্রপ ইত্যাদি)
- রং এবং স্বচ্ছতার কোন পরিবর্তন;
- ঘোলাটে ভাব আছে;
- তলানী জমেছে;
- কোন অস্বাভাবিক জিনিস দেখা যাচ্ছে;
- প্যাকেজিং-এ কোন সমস্যা বা লিক আছে;