About Lesson
ডিসপেন্সিং প্রক্রিয়ার নিম্নরূপ ৮ টি ধাপ রয়ছেেঃ
ধাপ-১ঃ ব্যবস্থাপত্রটি ভালোভাবে পড়ুন, পর্যালোচনা করুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন;
ধাপ-২ঃ ওষুধগুলো ডিসপেন্সিং এর জন্য সংগ্রহ করুন;
ধাপ-৩ঃ পাত্র বা মোড়কে লেবেলটি প্রিন্ট করুন;
ধাপ-৪ঃ ওষুধের পরিমাণ ও তার মূল্য হিসাব করুন এবং বিল প্রস্তুত করুন;
ধাপ-৫ঃ ব্যবস্থাপত্রটি আবার পড়ুন এবং ওষুধগুলো মিলিয়ে নিন;
ধাপ-৬ঃ ওষুধগুলো প্যাকেটে ভরে নিন;
ধাপ-৭ঃ রোগীকে ওষুধগুলো বুঝিয়ে দিন এবং প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে দিন;
ধাপ-৮ঃ ডিসপেন্সিং রেজিস্টারে রেকর্ড করুন/ লিখে রাখুন;