About Lesson
গুড ডিসপেন্সিং প্র্যাকটিস অনুসরণের প্রয়োজনীয়তা এবং ডিসপেন্সিং এর ৫ টি অধিকার
গুড ডিসপেন্সিং প্র্যাকটিস অনুসরণের প্রয়োজনীয়তা
- সর্বদাই প্রকৃত রোগী বা গ্রাহককে সঠিক মাত্রায় সঠিক ওষুধ প্রদান।
- সঠিক পাত্রে বা মোড়কে যথাযথ পরিমাণে ওষুধ প্রদান করা
- রোগী/গ্রাহক বা সেবা প্রদানকারিকে ওষুধের সঠিক সেবনবিধি ও ব্যবহারবিধি সম্পর্কে পূর্ণ নির্দেশনা প্রদান।
- সবোর্পরি ওষুধের নিরাপদ ব্যবহারে নিশ্চয়তা প্রদান
ডিসপেন্সিং এর ৫ টি অধিকার