About Lesson
কমিউনিটি ফার্মেসিতে কর্মরত ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনুসরণের নির্দেশিকা
- সংক্রমণের ঝুঁকি এড়াতে/ হ্রাস করতে জীবাণুনাশক দিয়ে ফার্মেসির চেয়ার, টেবিল ও কর্মস্থল প্রতি ২/৩ ঘন্টা অন্তর অন্তর জীবাণুমুক্ত করতে হবে।
- রোগী বা ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ফার্মেসিতে প্রবেশ করতে হবে (এক থেকে দুই মিটার দূরত্ব বজায় রেখে যাতে একে একে প্রবেশ করা)
- প্রেসক্রিপশন গ্রহণ, মূল্য পরিশোধ ও ওষুধ প্রদানের সময় ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের সংস্পর্শ এড়াতে ডেস্কের সামনে লোহার শিকল ব্যবহার করতে হবে।
- ওষুধ প্রদানের সকল প্রক্রিয়া সম্পন্ন করে উপদেশ সহকারে রোগীর হাতে ওষুধ তুলে দেয়ার সময় নিরাপদ দুরত্ব বজায় রেখে কাঁচের দেয়ালের ভেতর থেকে ছৈাট জানালা পথে সেবা প্রদান করতে হবে।
- রোগী বা ক্রেতাদের জন্য ফার্মেসির বাইরে বা উপযুক্ত স্থানে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
- প্রয়োজনে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের মাস্ক, ফেস শিল্ড বা জীবাণুরোধক গাউন/ পোশাক ব্যবহার করতে হবে।
- ওষুধ প্রদানের পর এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে ।