About Lesson
ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য এবং কোন শ্রেণীর মানুষ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন
ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া ও ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো-
পার্শ্বপ্রতিক্রিয়া |
বিরূপ প্রতিক্রিয়া |
স্বাভাবিক ডোজে ওষুধের অনাকাঙ্খিত কিন্তু প্রত্যাশিত প্রতিক্রিয়া । |
স্বাভাবিক ডোজে ওষুধের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। |
সকল ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। |
সব ওষুধ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না। |
উদাহরণঃ ক্লোরফেনিরামিন ম্যালিয়েট রোগীর ঘুমঘুমভাব তৈরি করে। |
উদাহরণঃ NSAID (ব্যথানাশক) এর কারণে অন্ত্রে রক্তক্ষরণ হয়। |
কোন শ্রেণীর মানুষ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন
নিম্লিলিখিত শ্রেণির মানুষ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকিতে আছেন:
- যাদের বয়স ৬০ বছরের বেশি;
- যারা একই সাথে অনেকগুলো ওষুধ সেবন করেন;
- যারা নতুন আবিষ্কৃত ওষুধ সেবন করছেন (যেমন-এইচআইভি-এর ওষুধ)
- গর্ভবতী মা;
- ধূমপায়ী;
- মাদক সেবনকারি;