About Lesson
এ্যান্টিবায়োটিক অকার্যকর রোধে জনসাধারণকে সচেতন করতে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা—ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
- জনস্বাস্থ্য, গবাদি—পশু, হাস—মুরগী এবং মৎস্য খামারে এ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য জনসাধারণকে সচেতন করা
- ফার্মেসিতে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ যেন না থাকে সে ব্যাপারে ফার্মাসিষ্ট/ডিপ্লোমা—ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ানরা সর্বদাই সর্তক থাকবে
- ফার্মাসিষ্ট/ডিপ্লোমা—ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ানরা কখনই ওষুধের অনৈতিক ও অনিয়ন্ত্রিত বাজারজাতকরণে প্রভাবিত হবেনা।
- সব সময় রোগীদেরকে নিজে নিজে ওষুধ সেবনের ইচ্ছাকে নিরুৎসাহিত করা
কার্যকর স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে জনগণকে সচেতন করে সমাজে সংক্রমণের ঘটনা কমিয়ে ফেলতে ভুমিকা রাখতে হবে