About Lesson
এন্টাসিড ট্যাবলেট (বড়ি)/ সাসপেনশন
এন্টাসিড ট্যাবলেট (বড়ি)/ সাসপেনশন
এন্টাসিড বড়ি/ট্যাবলেট বা সাসপেনশন তৈরি করা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড-এর মিশ্রণ দিয়ে। এটি একটি নির্ভুলভাবে নিয়ন্ত্রিত এসিড নিষ্ক্রিয়কারী।
সুবিধাসমূহ
- রোগীকে নিরাপত্তা দেয়;
- ওষুধের গুণাগুণ দীর্ঘদিন স্থিতিশীল থাকে;
- ওষুধের কার্যকারিতা নিশ্চিত করে;
- ওষুধের প্রতি রোগীর উপযোগিতা নিশ্চিত করে।
যেজন্য প্রয়োগ করা যাবে
যাদের অতিরিক্ত এসিডিটি, গ্যাস্টিক আলসার বা পাকস্থলী/অন্ত্রে প্রদাহ আছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
ওষুধ সেবনের মাত্রা
২টি বড়ি/ট্যাবলেট বা দুই চা চামচ (প্রতিবারে ৫ মি.লি) সাসপেনশন খাবার ১ ঘণ্টা পর এবং শোবার পূর্বে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।