হাসপাতাল ও খুচরা/কমিউনিটি ফার্মেসিগুলো কখন ও কোন সময় কি দিয়ে পরিষ্কার করা উচিত
যে সকল জায়গা বেশী স্পর্শ করা হচ্ছেঃ
প্রতি ৩-৪ ঘন্টা অন্তর দরজার হাতল/নব, টেলিফোন, কলিং বেল, বাতি/পাখার সুইচ, শীতাতপ যন্ত্রের রিমোর্ট কন্ট্রোল, কি-বোর্ড, ওষুধের তাক, হাত/মুখ ধোয়ার বেসিন, ডিসপেন্সিং কাউন্টারের কাঁচের দেওয়াল ইত্যাদি পরিষ্কার করতে হবে।
যে সকল জায়গা কম স্পর্শ করা হচ্ছেঃ
দেয়াল, ওষুধ কেবিনেটের/আলমারির কাঁচের দরজা, ইত্যাদি কম স্পর্শকৃত জায়গাগুলোতে দৈনিক একবার জীবাণু ধ্বংসকারি উপাদানের মিশ্রণ দিয়ে মব করতে হবে বা মুছে ফেলতে হবে
একজন ভোক্তা থেকে আর একজন ভোক্তাকে সেবা প্রদানের ক্ষেত্রেঃ
একজন ভোক্তা থেকে আর একজন ভোক্তাকে ওষুধ প্রদান করার মাঝখানে ৭০% এ্যালকোহল দিয়ে হাত সংক্রমণ মুক্ত করতে হবে
ফার্মেসির মেঝে পরিষ্কার করাঃ
রুটিন মেনে মেঝে ০.৫% সোডিয়াম হাইপোক্লোরাইট বা ফেনল দিয়ে পরিষ্কার করতে হবে