About Lesson
১১. অন্যায় এবং শাস্তি
মডেল ফার্মেসী আইনমাফিক নিয়মিত পরিদর্শন করা হবে। কোন ব্যক্তি যদি মডেল ফার্মেসীর আদর্শমান ভঙ্গ করে, তাহলে বর্তমানে প্রচলিত আইন, অধ্যাদেশ বা বিধি অনুযায়ী সে দোষী সাব্যস্ত হবে এবং এজন্য তার জরিমানা অথবা জেল অথবা উভয় প্রকার শাস্তি হতে পারে।