About Lesson
৭০% এ্যালকোহল সমৃদ্ধ জীবাণুনাশক প্রস্তুত পদ্ধতি
প্রয়োজনীয় উপকরণঃ
১। ৯৯.৯% ইথাইল বা আইসো-প্রোপাইল এ্যালকোহল
২। ডিস্টিল্ড (পরিশুদ্ধ) পানি
প্রস্তুত পদ্ধতি-১
১০০ মিলি ৭০% এ্যালকোহলঃ ৭০মিলি ৯৯.৯% ইথাইল/ আইসোপ্রোপাইল এ্যালকোহলের সাথে ৩০ মিলি ডিস্টিল্ড পানি যোগ করে ভাল করে নেড়ে নিলেই হয়ে যাবে ১০০ মিলি ৭০% এ্যাকোহল সমৃদ্ধ স্যানিটাইজার বা জীবাণুনাশক
প্রস্তুত পদ্ধতি-২
৫০ মিলি ৭০% এ্যালকোহলঃ ৩৫ মিলি ৯৯.৯% ইথাইল/ আইসোপ্রোপাইল এ্যালকোহলের সাথে ১৫ মিলি ডিস্টিল্ড পানি যোগ করে ভাল করে নেড়ে নিলেই হয়ে যাবে ৫০ মিলি ৭০% এ্যাকোহল সমৃদ্ধ স্যানিটাইজার বা জীবাণুনাশক