স্বাস্থ্য বিষয়ক সাংবিধানিক বিধান এবং সরকারি, বেসরকারি এবং এনজিও/ উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবা
স্বাস্থ্য বিষয়ক সাংবিধানিক বিধান
দফা-১৫. মৌলনীতি
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো এবং মানুষের বস্তুগত ও সাংস্কৃতিক মানসম্মত জীবনযাপনের ক্ষেত্রে এককভাবে উন্নয়ন ঘটিয়ে নাগরিক জীবনের মৌলিক চাহিদা, যেমন – অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা।
দফা-১৮. জনস্বাস্থ্য ও নৈতিকতা
১) রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পুষ্টির অবস্থা/মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো; বিশেষ করে, এলকোহল ও অন্যান্য নেশা জাতীয় পানীয় এবং মাদক যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলোর ব্যবহার রোধকল্পে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে (আইনে বর্ণিত চিকিৎসা বা অন্য কোন উদ্দেশ্য ছাড়া)।
২) পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্ধ করতে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে।
জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১১
জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য
সপ্তদশ: অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
মূলনীতি ও কর্মকৌশল
১৪. অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং সর্বত্র সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা। দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
সরকারি, বেসরকারি এবং এনজিও/ উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবা
সরকারি |
বেসরকারি |
এনজিও/ উন্নয়ন সহযোগী |
প্রাথমিক উৎস, প্রতিরোধ ও প্রতিকারমূলক উভয়ই |
প্রাথমিকভাবে প্রতিরোধমূলক সেবা |
বেসরকারি সংস্থার স্বাস্থ্যসেবা মূলত: নগরকেন্দ্রিক, উন্নয়ন সহযোগী তহবিল-নির্ভর ও শূন্যস্থান পূরণ করার মত বিষয়। |
স্থানীয় সরকারের কাঠামো অনুযায়ী ভৌগোলিকভাবে বিন্যস্ত |
শহরভিত্তিক স্বাস্থ্যসেবা |
প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা চাহিদা পূরণ নিশ্চিত করে। |
প্রাথমিক, মাধ্যমিক ও পরবর্তী পর্যায়ের সেবা, অধিকাংশই বিনামূল্যে |
মাধ্যমিক ও পরবর্তী পর্যায়ের সেবা প্রদান |
সেক্টর-ওয়াইড কর্মসূচি পরিকল্পনা, দ্বি-পাক্ষিক প্রকল্পে সরাসরি সহায়তা, জাতিসংঘ, গেøাবাল ফান্ড, এঅঠও – এদের মাধ্যমে উন্নয়ন সহযোগী সরকারকে সাহায্য দিয়ে থাকে। |
সরকারি-বাজেট গ্রহণ করে, বাৎসরিক রাজস্ব এবং উন্নয়ন |
হাসপাতাল ও ক্লিনিকের জন্য বরাদ্দকৃত অর্থ বাজার-নিয়ন্ত্রিত সেবার খরচ এবং লভ্যাংশ অনুযায়ী হবে |
|
মানবসম্পদ: প্রাথমিকভাবে স্থায়ী কর্মী |
দ্রুত প্রসারিত হচ্ছে |