Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

ভাল ওষুধ ডিসপেন্সিং এর শর্তাবলি

  • রোগী বা গ্রাহককে সঠিক ডোজ এ সঠিক ওষুধ প্রদান।
  • যথাযথ পাত্রে বা মোড়কে যথাযথ পরিমাণ ওষুধ প্রদান।
  • রোগী/গ্রাহক বা সেবাদানকারীকে ওষুধের সঠিক সেবনবিধি/ব্যবহারবিধি সম্পর্কে পূর্ণ নির্দেশনা প্রদান। 

পাঁচটি অধিকার সম্পর্কে সচেতন থাকুন:

১. সঠিক ওষুধ;

২. সঠিক ডোজ;

৩. সঠিক পরিমাণ;

৪. সঠিক পাত্র/কন্টেইনার;

৫. সঠিক সেবনবিধি/নির্দেশনা।

একজন ভাল ডিসপেন্সারের গুণাবলি:

  • ওষুধপত্র এবং সাধারণ রোগ সম্পর্কে জ্ঞান থাকা;
  • ভালোভাবে যোগাযোগ করতে পারা;
  • রোগী/গ্রাহক/ক্রেতাদের ভালো সেবা দিতে পারা;
  • সুন্দর করে/দক্ষভাবে লিখতে পারা;
  • কাজ গুছিয়ে করতে পারা;
  • সততা ও পেশাদার আচরণ করতে সক্ষম;
  • সঠিকভাবে কাজ করার মনোভাব থাকা;
Scroll to Top