About Lesson
ভাল ওষুধ ডিসপেন্সিং এর শর্তাবলি
- রোগী বা গ্রাহককে সঠিক ডোজ এ সঠিক ওষুধ প্রদান।
- যথাযথ পাত্রে বা মোড়কে যথাযথ পরিমাণ ওষুধ প্রদান।
- রোগী/গ্রাহক বা সেবাদানকারীকে ওষুধের সঠিক সেবনবিধি/ব্যবহারবিধি সম্পর্কে পূর্ণ নির্দেশনা প্রদান।
পাঁচটি অধিকার সম্পর্কে সচেতন থাকুন:
১. সঠিক ওষুধ;
২. সঠিক ডোজ;
৩. সঠিক পরিমাণ;
৪. সঠিক পাত্র/কন্টেইনার;
৫. সঠিক সেবনবিধি/নির্দেশনা।
একজন ভাল ডিসপেন্সারের গুণাবলি:
- ওষুধপত্র এবং সাধারণ রোগ সম্পর্কে জ্ঞান থাকা;
- ভালোভাবে যোগাযোগ করতে পারা;
- রোগী/গ্রাহক/ক্রেতাদের ভালো সেবা দিতে পারা;
- সুন্দর করে/দক্ষভাবে লিখতে পারা;
- কাজ গুছিয়ে করতে পারা;
- সততা ও পেশাদার আচরণ করতে সক্ষম;
- সঠিকভাবে কাজ করার মনোভাব থাকা;