করোনা সংক্রমণকালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
যে সকল ফার্মাসিষ্ট/ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ান হাসপাতালে বা কমিউনিটি ফার্মেসি থেকে ফার্মেসি সেবা প্রদান করছে তাদের জন্য সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা খুবই জরুরী। এটা সত্য যে, করোনা মহামারিতে হাসপাতাল ও ক্লিনিকের ন্যায় দেশের সকল ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ফার্মেসি ও খুচরা/কমিউনিটি ফার্মেসি খোলা রেখে সেবা প্রদান করছে। ফার্মেসি সেবা দিতে গিয়ে ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ফার্মেসি ও খুচরা/কমিউনিটি ফার্মেসিতে কর্মরত অবস্থায় অনেক ফার্মাসিষ্ট/ডিপ্লোমা ফার্মাসিষ্ট/ফার্মেসি টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন এবং কিছু সংখ্যক ফার্মাসিস্ট ইতোমধ্যে মৃত্যুবরণও করেছেন। সুতরাং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার জন্য কমিউনিটিতে কর্মরত এ সকল স্বাস্থ্যকমীর্দের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সে সাথে সেবা নিতে আসা ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করা বাঞ্ছনীয়।