ডিসপেন্সিং
- ওষুধ সঠিকভাবে ডিসপেন্সিং মানে শুধুমাত্র রোগী বা গ্রাহককে ওষুধ দেয়া নয়;
- ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ যেখানে রোগী/গ্রাহক সেবাদানকারী ডিসপেন্সারের সাথে মুখোমুখি হন;
- ডিসপেন্সিং এর উপরে অনেকসময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার ফলাফল নির্ভর করে। অর্থাৎ রোগী ভালো হবে কিনা বা কত দ্রæত ভাল হবে তা সঠিক ডিসপেন্সিং এর উপর নির্ভর করে।
ওষুধ ডিসপেন্সিং-এর সাথে সম্পৃক্ত শব্দাবলিঃ
শব্দাবলি |
সংজ্ঞা |
ডিসপেন্সিং |
এটি একটি প্রক্রিয়া যার মাধমে রোগী বা গ্রাহককে ওষুধপত্র দেয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে রোগীর ব্যবস্থাপত্র গ্রহণ থেকে শুরু করে রোগী বা গ্রাহককে নির্ধারিত ওষুধপত্র বুঝিয়ে দেয়া পর্যন্ত বুঝায়। |
ডিসপেন্সার |
একজন প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ব্যক্তি যিনি রোগী/রোগীর সেবাদানকারীকে ওষুধপত্র ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ডিসপেন্স করার জন্য অনুমোদিত |
ব্যবস্থাপত্র |
একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক লিখিত নির্দেশনা যা ডিসপেন্সারকে রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহের নির্দেশ দেয়। |
ব্যবস্থাপত্র প্রদানকারী |
একজন শিক্ষিত চিকিৎসক যিনি রোগীকে ওষুধপত্র প্রদানের জন্য আইনগতভাবে অনুমোদিত। |
ওষুধপত্র |
একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীকে রোগ নিরাময়ের জন্য যে পথ্য/উপাদান এবং অবশ্য পালনীয় পরামর্শ দেন সেগুলো সাধারণভাবে ওষুধপত্র হিসাবে বিবেচিত হয়। |
চিকিৎসা সামগ্রী |
এর মধ্যে আছে গ্লাভস, সিরিঞ্জ ইত্যাদি যা রোগীর রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। |
শুধুমাত্র ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রয়যোগ্য ওষুধ (Prescription only Medicine) |
এই সকল ওষুধ কেবলমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রয় করা যাবে। অন্যথায় বিক্রয়যোগ্য নয়। |
ওটিসি ওষুধসমূহ |
এ সকল ওষুধ ব্যবস্থাপত্র ছাড়াই রোগী বা গ্রাহকের কাছে সরাসরি বিক্রয় করা যাবে, যেমন: প্যারাসিটামল। |