About Lesson
ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি
ওষুধ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া বা কৌশল যা প্রয়োজনীয় ওষুধপত্র সঠিক পরিমাণে সংগ্রহে রাখার জন্য ব্যবহার করা হয়।
উন্নত ওষুধ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করা:
- মডেল মেডিসিন শপে প্রয়োজনীয় ওষুধপত্রের যথাযথ সরবরাহ;
- মডেল মেডিসিন শপে প্রয়োজনীয় ওষুধপত্রের সঠিক মজুদ;
- প্রয়োজনীয় ওষুধপত্র সবসময় সঠিক দামে সরবরাহ করা;
- কেবলমাত্র মানসম্মত ওষুধপত্রই সরবরাহ করা;
- সঠিকভাবে ওষুধপত্র ডিসপেন্স করা যাতে রোগী বা গ্রাহকগণ সঠিক মাত্রায় সঠিক ওষুধ গ্রহণ করতে পারে।
ওষুধ ব্যবস্থাপনা চক্র
ওষুধ ব্যবস্থাপনা চক্রের ৫টি ধাপ আছে, যথাঃ
- ধাপ-১ঃ ওষুধ নির্বাচন;
- ধাপ-২ঃ ওষুধ ক্রয়;
- ধাপ-৩ঃ ওষুধ ডিসপেন্সিং;
- ধাপ-৪ঃ ওষুধ গ্রহণ;
- ধাপ-৫ঃ ওষুধ ব্যবস্থাপনায় সহযোগিতা;
Join the conversation