Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

ধাপ-৬ঃ ওষুধপত্রগুলো প্যাকেট করুন

উপযুক্ত পাত্র বা মোড়ক ব্যবহার করুন যাতে ওষুধের গুণাগুণ অক্ষুন্ন থাকে।

ওষুধের ধরন

জ্ঞাতব্য

বড়ি, ক্যাপসুল ইত্যাদি

  • প্লাস্টিকের জিপ ব্যাগ/প্যাকেট
  • কাগজের খাম

তরল বা অর্ধ তরল (সেমিসলিড) ওষুধ

  • কোম্পানির প্যাকেট আবৃত অবস্থায়ই ডিসপেন্সিং করুন।

শুকনা পাউডার জাতীয় ওষুধ (যা ব্যবহারের পূর্বে তৈরি করে নিতে হয়)

  • ঝাকানো যায় এমন বোতলে প্রথমে গুড়া ওষুধ নিন।
  • যদি কোন তরল যোগ করার নির্দেশনা লেবেলে লেখা থাকে তবে সঠিক পরিমাণে সঠিক তরল মেপে নিন (পানি)।
  • অল্প অল্প করে পানি যোগ করুন এবং প্রতিবারই ঝাঁকিয়ে নিন। যতক্ষণ না ওষুধের গুড়া পানিতে সুষমভাবে মিলে যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া অনুসরণ করুন।
  • অবশিষ্ট পানিটুকু বোতলে ঢেলে নির্দিষ্ট দাগ পর্যন্ত পূর্ণ করুন। অথবা মেপে নেয়া পানি পুরোটুকুই ঢেলে দিন।

তরলের ঘনত্ব কমানোর জন্য বা পাতলা করার জন্য

) রক্ত বন্ধ করা বা বিশেষ ধরনের ক্ষতের জন্য:

  • ১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে ৩ ভাগ পানি মিলিয়ে নিতে হবে।
  • এ দ্রবনে তুলো ভিজিয়ে ক্ষততে লাগাতে হবে।

() নোংরা ড্রেসিং তুলে ফেলার জন্য:

  • ১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড ৩ ভাগ পানি মিলিয়ে নিতে হবে
  • এই দ্রবণ দিয়ে ড্রেসিং ভিজিয়ে নিন।
  • কয়েক মিনিট অপেক্ষা করুন এবং তুলে ফেলুন।

() মাউথওয়াশ দূর্গন্ধনাশক:

  • এক গ্লাস পানিতে এক টেবিল চামচ হাইড্রোজেন পার অক্সাইড মিলিয়ে গড়গড়া করুন।