Course Content
মডিউল-১
মডিউল-১, সেশন-২ঃ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসি টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
0/2
মডিউল-২
0/27
মডিউল-৪
0/21
মডিউল-৪, সেশন-৩ঃ ওষুধ প্রয়োগের পথ
0/8
মডিউল-৫
মডিউল-৫, সেশন-২ঃ শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)
0/13
মডিউল-৭
মডিউল-৭, সেশন-২ঃ এ্যান্টিবায়োটিকের অকার্যকর হওয়া যেভাবে ছড়িয়ে পড়ে
0/7
মডিউল-৮ঃ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট/ ডিপ্লোমা-ফার্মাসিষ্ট/ ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা
মডিউল-৮, সেশন-২ঃ করোনা সংক্রমণকালীন নিরাপদ ওষুধ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ
0/12
Private: Training Manual for Grade C Pharmacy Technicians
About Lesson

৫.২ ওষুধ ব্যবস্থাপনায় সহযোগিতা

মজুদ ব্যবস্থাপনা উপকরণসমূহ

Tools/নথি

কার্যকারিতা/ উপযোগিতা

শূন্য মজুদের নথি

  • এখানে যে সকল ওষুধপত্রের কোন মজুদ নাই সেগুলো তালিকাভুক্ত করতে হবে।
  • মজুদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে নির্দেশনা পেতে সাহায্য করে।

ক্রয় আদেশ নথি

  • প্রস্তুতকারক বা সরবরাহকারীদের নিকট থেকে কি কি ওষুধ কেনা হয়েছে তা নথি করার জন্য ব্যবহার করা হয়।
  • কি পরিমাণ টাকার ওষুধপত্র কেনা হয় তা জানা যায়।

মেডিসিন শপে যে পরিমাণ ওষুধ বিক্রয় হয়েছে তার নথি

  • কি পরিমাণ টাকার ওষুধ বিক্রয় হয়েছে তা জানা যাবে।
  • প্রতিদিন কি পরিমাণ টাকার ওষুধ বিক্রয় হয় তা মনিটর করা যায়।

বাকীর খাতা

  • এতে যে সকল রোগী বা গ্রাহক বাকীতে ওষুধ নিয়েছেন তার তথ্য নথিভুক্ত করা হয়।
  • কারা সঠিকভাবে পাওনা পরিশোধ করছে না তাদের চিহ্নিত করা যায়।

ওষুধের মেয়াদোত্তীর্ণ সম্পর্কিত নথি

  • ওষুধপত্রের নাম, পরিমাণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ নথিভুক্ত থাকে।
  • মেয়াদোত্তীর্ণ ওষুধের মূল্য হিসাব করতে সহায়তা করে।
  • মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ প্রস্তুতকারক বা সরবরাহকারীকে ফেরত দিতে সাহায্য করে।

ওষুধ ডিসপেন্সিং এর নথি

  • যে সকল ওষুধ ডিসপেন্সিং করা হয়েছে তার নথি (ওষুধের নাম, ডোজ, ডোজেস ও পরিমাণ এবং তার সাথে রোগীর নাম ও বয়স নথিভুক্ত করা হয়)।

ওষুধপত্রের ক্রয় আদেশ বিষয়ক নমুনা নথি

ক্রয়ের

তারিখ

সরবরাহ-কারীর নাম

ইনভয়েস/ রিসিপ্ট নম্বর

ওষুধের নাম

পরিমাণ

উৎপাদন ব্যাচ নং

মেয়াদ

শেষের

তারিখ

মোট মূল্য (টাকায়)

প্রতিটির মূল্য (ক্রয়)

প্রতিটির বিক্রয় মূল্য

                 

                 

                 

                 

                 

মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্থ ওষুধের নথির নমুনা

মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্থ ওষুধের রেজিস্টার

মডেল মেডিসিন শপের নামঃ

 

মডেল মেডিসিন শপে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের নামঃ

 

মডেল মেডিসিন শপের ঠিকানাঃ

 

নিম্নলিখিত ওষুধসমূহ মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্থ

সিরিয়াল

নম্বর

ওষুধের নাম

পরিমাণ

উৎপাদন ব্যাচ নং

মেয়াদ

শেষের

তারিখ

ইন্সপেক্টর কতৃক মজুদ পর্যালোচনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহের তারিখ

পর্যবেক্ষণকারী ইন্সপেক্টরের নাম ও সাক্ষর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

টীকাঃ এসকল ওষুধ নথিভুক্ত করার পর প্যাকেট সিলগালা করে লালকালিতে “মেয়াদোত্তীর্ণ/ক্ষতিগ্রস্থ ওষুধ বিক্রয়ের জন্য নহে“লেখা লেবেল লাগিয়ে সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

পর্যবেক্ষণকারী ইন্সপেক্টরের রেকর্ড নথির নমুনা

ইন্সপেক্টরের রেকর্ড নথি

পর্যবেক্ষণের তারিখ

পর্যবেক্ষণকারীর নাম

পর্যবেক্ষণের উদ্দেশ্য

পর্যবেক্ষণকারীর মন্তব্যসমূহ

দিকনির্দেশনাসমূহ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নোটঃ যখনি কোন পর্যবেক্ষণকারীর দল, সহায়তামূলক তত্ত¡াবধানকারী দল বা নিজস্ব নিয়ন্ত্রণকারী দল মডেল মেডিসিন শপ পরিদর্শনে যাবেন তখনই এই নথিটি পূরণ করবেন।

Scroll to Top