ধাপ-৩ঃ যে পাত্রে বা মোড়কে ওষুধ সরবরাহ করা হবে তার লেবেল
- লেবেলে রোগীর নাম লিখুন;
- লেবেলে ওষুধের নাম লিখুন এবং স্ট্রেন্থ উল্লেখ করুন;
- লেবেলে ওষুধ সেবনের সময় নির্দেশনা উল্লেখ করুন;
- দিনে কতবার ওষুধ সেবন করতে হবে তা লেবেলে উল্লেখ করুন;
- ওষুধগুলো প্যাকেটে ঢোকাবার পূর্বেই লেবেল লেখা সম্পন্ন করুন;
- রোগী বা গ্রাহক সহজে বুঝতে পারে এমন ভাষা ব্যবহার করুন;
- সম্ভব হলে সংক্ষেপে লেখা পরিহার করুন;
লেবেলিং এর চেকলিস্ট
লেবেলে তথ্যসমূহ |
গুরুত্ব |
রোগী/গ্রাহকের নাম |
রোগীকে তার নিজের ওষুধ চিহ্নিত করতে সহায়তা করে। অনেক সময় একই পরিবার বা ঘরে একাধিক রোগী একই ধরনের ওষুধ ব্যবহার করেন/খান। |
ওষুধের নাম |
|
ওষুধের স্ট্রেন্থ |
কতবার ওষুধ খাওয়াতে/সেবন করতে হবে তা জানতে সহায়তা করে। রোগী বা গ্রাহক কোন কারণে ভুলে গেলে মেডিসিন শপের কর্মী বা ডিসপেন্সার এক্ষেত্রে সহায়তা করতে পারে। |
সরবরাহকৃত ওষুধের পরিমাণ |
রোগীকে কি পরিমাণ ওষুধ সরবরাহ করা হলো তা সে জানতে পারে। |
কতদিন চিকিৎসা চলবে |
|
বিশেষ নির্দেশনা (কিভাবে ওষুধ সেবন করতে হবে) |
কিভাবে ওষুধ সেবন করতে হবে Ñ খাবার সাথে না খাবার ছাড়া অথবা অনেক পানীয়ের সাথে রোগী/গ্রাহককে তা জানতে সাহায্য করবে |
যে তারিখে ওষুধ সরবরাহ করা হলো সেই তারিখ উল্লেখ করা |
কোন তারিখে ওষুধ ডিসপেন্স করা হয়েছে তা জানতে রোগী/গ্রাহককে সাহায্য করবে |
টেলিফোন নাম্বার, ঠিকানা এবং মডেল মেডিসিন শপের নাম |
|
ডিসপেন্স করা ওষুধের পাত্র বা মোড়কের লেবেল
মা মডেল মেডিসিন শপ রোগীর নাম: শামসুল আলামিন ওষুধের নাম: পেনভিক (পেনিসিলিন ২৫০ মি.গ্রা.) সেবনের মাত্রা: ২টি ক্যাপসুল ৬ ঘণ্টা পরপর ৫ দিনের জন্য সেবনের নির্দেশনা: ওষুধটি খাবার ১ ঘণ্টা আগে খাবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ওষুধ প্রদানের তারিখ: দিন/মাস/বছর সংরক্ষণের শর্ত: যে ওষুধের জন্য যে বিধি প্রযোজ্য তার নির্দেশনা থাকতে হবে। |