ধাপ-২ঃ ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধসমূহ সরবরাহের জন্য একত্রিত করা
- যে সকল ওষুধ ব্যবস্থাপত্র অনুযায়ী সরবরাহ করা হবে সেগুলোর নামগুলো ভালোভাবে কয়েকবার মিলিয়ে নিন;
- যে ওষুধ সেবনের জন্য লেখা হয়েছে সেটির স্ট্রেন্থ সম্পর্কে নিশ্চিত হউন;
- যে পরিমাণ ওষুধ সেবন/ব্যবহার করতে হবে সে সংখ্যা/পরিমাণ এবং কয়দিন সেবন/ব্যবহার করতে হবে তা ভালো করে দেখে নিন;
- ওষুধের পাত্রটি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিন এবং মেয়াদ সম্পর্কে নিশ্চিত হোন;
- কখনোই ওষুধকে তার পাত্র বা মোড়কের সাইজ, রং বা আকার দেখে চেনার চেষ্টা করবেন না কারণ অনেক ওষুধই দেখতে প্রায় একই রকম;
ডিসপেন্সিং এর জন্য ওষুধ সংগ্রহ করার ধাপসমূহ
ধাপ |
সতর্কতার ব্যাখ্যা |
ওষুধের নাম ভালোভাবে মিলিয়ে দেখুন |
ভুল ওষুধ দেয়ার হাত থেকে বেঁচে থাকা যায়। বিশেষ করে যেগুলো প্রায় একই ধরনের নাম বা দেখতেও প্রায় একই রকম। |
ওষুধের স্ট্রেন্থ ভালোভাবে দেখে মিলিয়ে নিন |
এতে করে কোন শিশুকে পূর্ণবয়স্ক লোকের জন্য প্রযোজ্য স্ট্রেন্থ ওষুধ বা পূর্ণবয়স্কদের শিশুর জন্য প্রযোজ্য স্ট্রেন্থ ওষুধ দেয়ার মত ভুল ঠেকানো যায়। |
ওষুধ সেবনের/ব্যবহারের পরিমাণ এবং সময়ের পাথর্ক্য সম্পর্কে নিশ্চিত হোন |
এতে করে প্রয়োজনের অতিরিক্ত বা কম ওষুধ প্রদানের মত বিড়ম্বনার শিকার হতে হয় না। |
টীকা: ওষুধ দেয়ার আগে প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ভালোভাবে হিসাব করে নিন। |
|
মোড়কের গায়ে বর্ণিত মেয়াদের তারিখ দেখে নিন |
|
টীকা : এই ধাপটি সকল সময় সতর্কতার সাথে মেনে চলা উচিত। |
|
কখনো কোন ওষুধকে তার পাত্র বা মোড়কের রং, আকার বা সাইজ দেখে চেনার চেষ্টা না করা |
|