ধাপ-১ঃ ব্যবস্থাপত্রটি পড়ুন, পর্যালোচনা করুন এবং বুঝুন
- ব্যবস্থাপত্রটি বৈধ কিনা সে বিষয়ে নিশ্চিত হোন;
- ব্যবস্থাপত্রটি সঠিকভাবে বুঝে নিন (যেমন: ব্যবস্থাপত্রে যে সকল শব্দসংক্ষেপ ব্যবহার করা হয় তার তালিকা দেখে নিন);
- যদি আপনি চিকিৎসকের লেখা পড়তে না পারেন তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন;
- ওষুধের ডোজ, ডোজেস ফরম এবং কতদিন সেবন/ব্যবহার করতে হবে তা আবারো ভালোভাবে দেখে মিলিয়ে নিন;
- আপনি নিশ্চিত না হলে আবারো জিজ্ঞাসা করুন – যাতে আপনি কি ডিসপেন্স করছেন তা বুঝতে পারেন;
- যদি দেখেন যে একই ব্যবস্থাপত্র অনুযায়ী ৩ বার বা তার বেশি ওষুধ নেয়া হচ্ছে তবে রোগী বা গ্রাহককে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করুন;
নিচের চেকলিস্টটি আপনাকে ব্যবস্থাপত্র পড়তে এবং বুঝতে সহায়তা করবেঃ
চেকলিস্ট |
কেন দেখবেন |
ব্যবস্থাপত্রের তারিখ চেক করুন |
ব্যবস্থাপত্রটি কবে দেয়া হয়েছে, তা পুরানো কিনা বা এখনো ব্যবহার্য কিনা তা বুঝা যাবে। |
কাকে বা কার নামে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে তার পরিচয় নিশ্চিত করুন |
|
ওষুধের নাম ও ডোজেস ফরম সম্পর্কে নিশ্চিত হোন |
|
রোগীর বয়স এবং শরীরের ওজন পুনরায় মিলিয়ে নিন |
|
রোগীর কাছ থেকে রোগ সম্পর্কে জেনে নিন |
|
ব্যবস্থাপত্রে লিখিত ওষুধসমূহের পারস্পরিক বিক্রিয়া এবং সেবনের ক্ষেত্রে কোন নিষেধ থাকলে তা ভালোভবে দেখে নিন |
|
একটি আদর্শ ব্যবস্থাপত্রে নিম্নলিখিত তথ্যগুলো থাকা উচিত
- যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ব্যবস্থাপত্রটি দেয়া হয়েছে তার নাম;
- রোগীর নাম ও বয়স;
- তারিখ;
- যিনি ওষুধসমূহ লিখেছেন তার নাম, পদবী ও স্বাক্ষর থাকবে (শিশুর ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত);
- ওষুধসমূহের নাম;
- ওষুধের ডোজেস ফরম;
- ওষুধের ডোজ, কখন এবং দিনে কতবার সেবন করবে;
- চিকিৎসা কতদিন চলবে।
ওষুধের জেনেরিক নাম ও ট্রেড/ ব্যবসায়িক নাম
আমাদের দেশে সাধারণত রোগীর ব্যবস্থাপত্রে ওষুধসমূহ ট্রেড/ব্যবসায়িক নামে লেখা হয় তবে ট্রেড/ব্যবসায়িক নামের সাথে জেনেরিক নাম লেখা হলে আরো ভালো হতো, যেমন – নাপা (প্যারাসিটামল) জেনেরিক নামসমূহ আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে দেয়া হয়ে থাকে। পৃথিবীর প্রায় সর্বত্রই কোন একটি ওষুধের একই জেনেরিক নাম ব্যবহার করা হয়ে থাকে।
জেনেরিক নামের উদাহারণ
- প্যারাসিটামল;
- কুইনাইন;
- ডাইক্লোফেনাক;
- মেবেনডাজল;
- মেট্রোনিডাজল;
- লুমিফেনট্রিন;
- সিপ্রোফ্লোক্সাসিন;
- জেন্টামাইসিন।
ওষুধসমূহের প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ তাদের প্রস্তুতকৃত ওষুধের ট্রেড/ব্যবসায়িক নামকরণ করেন। ট্রেড/ব্যবসায়িক নামসমূহ সাধারণত ছোট হয়, সহজে মনে রাখা যায় এবং লেখা যায় এবং এর মাধ্যমে চিকিৎসকগণকে ট্রেড/ ব্যবসায়িক নামগুলো জেনিরিক নামের চাইতে বেশি বেশি ব্যবহার করতে উৎসাহিত করে।
ট্রেড/ব্যবসায়িক নামের উদাহরণসমূহ
জেনেরিক নাম |
ব্যবসায়িক/ট্রেড নাম |
প্রস্তুতকারকের নাম |
প্যারাসিটামল |
নাপা এইস এক্সপা |
বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল স্কয়ার ফার্মাসিউটিক্যাল এরিস্টোফার্মা ফার্মাসিউটিক্যাল |
আরটিমেথার/ লুমিফ্যানট্রিন |
লুমারটেম |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড |
||
এমোক্সিসিলিন |
এমোক্সিল |
গ্ল্যাক্সোস্মথিকলোইন (বাংলাদেশ) লিমিটেড |