About Lesson
ওষুধ নির্বাচন
একটি মডেল মেডিসিন শপে যে সকল ওষুধসমূহ ক্রয় করা এবং মজুদ করা হবে সেগুলোর প্রকার এবং পরিমাণ সাধারণত নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে:
- চিকিৎসকগণ ব্যবস্থাপত্রে যে সকল ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন;
- রোগী বা গ্রাহকগণ সরাসরি যে সকল ওষুধপত্র (OTC) দোকান থেকে ক্রয় করে থাকেন;
- পরিবেশগত কারণ যেমন: কলেরার প্রাদূর্ভাব হলে ব্লিচিং পাউডার বেশি করে মজুদ করা প্রয়োজন;
- ওষুধ কেনার প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করা;
- প্রয়োজনীয় ওষুধপত্রের বর্ধিত তালিকা ।
টীকাঃ
- সঠিক ওষুধ নির্বাচন এবং ক্রয়ের মাধ্যমে ওষুধের নিয়মিত সরবরাহ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার ঝুঁকি কমানো নিশ্চিত হয়;
- মডেল মেডিসিন শপের জন্য কেবলমাত্র সেই সকল Prescription only এবং Over-the-Counter (OTC)
ওষুধসমূহ নির্বাচন করতে হবে যেগুলো রোগী বা গ্রাহকগণ নিয়মিত/প্রতিনিয়ত কিনে থাকেন।